সামনের সপ্তাহে তিনদিনের ধর্মঘট

Spread the love

পরপর তিনদিন বেসরকারি বাস বন্ধ রাখার সিদ্ধান্ত। আগামী ২২,২৩ ও ২৪ মে বাসের চাকা বন্ধ থাকবে। বড় ঘোষণা সাত সংগঠনের।আমরা ২২-২৩-২৪ মে ৭২ ঘণ্টার জন্য পরিষেবা তুলে নিতে বাধ্য হচ্ছি। যদি কোনও সুস্থ সমাধান না হয় তবে যাত্রীদের কাছে অনুরোধ রইল আমরা তাদের কাছে ক্ষমাপ্রার্থী। সাতটি মঞ্চ মিলে এই কর্মসূচি নেওয়া হয়েছে। জানিয়েছেন বাস সংগঠনের নেতা।

মিনিবাস কো অর্ডিনেশন কমিটির তরফে বলা হয়েছে, আমরা বুঝতে পারছি না না গাড়িগুলোকে কী করব। পুলিশ ক্রিমিনাল হয়ে গিয়েছে। গাড়ির স্টাফদের মারছে। আমরা ব্যবসা করব কী করে! আমরাও তো আপনার ভোটার। আমাদের সংসার কী করে চলবে? দু বছর নিঃশ্বাস নেওয়ার সময় দিন।অপর এক বাস মালিক সংগঠনের নেতার দাবি, মালিকরা কোভিড পরিস্থিতিতে গাড়ি চালাতে পারেননি। ১৫ বছরের সীমা বেঁধে দিয়েছে সরকার। কিন্তু ২ বছর তো গাড়িই চালাতে পারিনি। ২ বছর বাড়িয়ে দিন বার বার বলেছি আমরা। পুলিশ যেখানে সেখানে কেস করছে। পুলিশ কেসের কোনও মাপকাঠি নেই। পরিষেবার মাধ্য়মে আমরা ব্যবসা করি।মালিকরা গাড়ি চালাবে কী করে।দাবি গাড়ির মালিকদের।

আমরা একাধিকবার কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে আবেদন করেছি। কিন্তু কোনও আবেদনের সাড়া পাইনি। আমরা ২ বছরের সময়সীমা বাড়িয়ে দেওয়ার অনুরোধ করেছি। একটা বাসকে বিপুল টোল ট্যাক্স দিতে হচ্ছে। তার উপর পুলিশের জুলুমবাজি। ২০ তারিখের মধ্য়ে রাজ্য সরকার সমাধান না করলে ২২,২৩,২৪ বাস মিনিবাস, স্কুল বাসের পরিষেবা দেওয়া আমাদের পক্ষে সম্ভব হবে না। দাবি বাস মালিক সংগঠনের নেতাদের। পিক্সাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *