সামনে এল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সম্পত্তির খতিয়ান

Spread the love

অবসর নেওয়ার কয়েকদিন আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না নিজের সম্পত্তির যাবতীয় খতিয়ান দিয়ে গেলেন। শুধু তিনি নন, সুপ্রিম কোর্টের আরও ২০ জন বিচারপতির সম্পত্তি বিশদও প্রকাশ্যে এসেছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বিচারপতিদের সম্পত্তির এই বিশদ বিবরণ প্রকাশ করা হয়েছে। অন্যান্য বিচারপতিদের সম্পদের বিবরণও শীঘ্রই ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে দাবি করা হচ্ছে।

দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার বাড়িতে নগদ পাওয়া যাওয়ার পরে বিচার ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করার জন্য সুপ্রিম কোর্টের সমস্ত বিচারপতিরা ১ এপ্রিল, ২০২৫ তারিখ পর্যন্ত তাদের সম্পত্তির বিবরণ জনসমক্ষে আনার ঘোষণা করেছিলেন। প্রধান বিচারপতি খান্না ১৩ মে অবসর নিচ্ছেন এবং ১৪ মে দেশের ৫২তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নেবেন বিচারপতি গাভাই। সুপ্রিম কোর্ট নিয়োগের পুরো প্রক্রিয়াও হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে আপলোড করেছে।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপলোড করা সম্পত্তির বিবরণ অনুসারে, প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেশ কয়েকটি ফ্ল্যাট রয়েছে। তিনটি ডিডিএ ফ্ল্যাট ছাড়াও, দক্ষিণ দিল্লিতে দুটি পার্কিং স্পেস রয়েছে। এছাড়া একটি চার বেডরুমের ফ্ল্যাট রয়েছে, যার সুপার এরিয়া ২৪৪৬ বর্গফুট। গুরুগ্রামের সেক্টর ৪৯-এর সিসপাল বিহারে তাঁর একটি চার বেডরুমের ফ্ল্যাটও রয়েছে। 

এ ছাড়া এফডি ও ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে প্রায় ৫৫ লক্ষ ৭৫ হাজার টাকা। পিপিএফের আওতায় তার রয়েছে ১ কোটি ৬ লাখ ৮৬ হাজার, জিপিএফ প্রায় ১ কোটি ৭৭ লাখ ৮৯ হাজার। এরই সঙ্গে তাঁর নামে আছে এলআইসির মানি ব্যাক পলিসি, যার বার্ষিক প্রিমিয়াম ২৯ হাজার ৬২৫ টাকা। প্রধান বিচারপতি খান্নার কাছে ২৫০ গ্রাম সোনা, ২ কেজি রুপো রয়েছে। বিশেষ বিষয় হল এর বেশিরভাগই তাঁর উত্তরাধিকার সূত্রে পাওয়া বা বিভিন্ন উপলক্ষে উপহার হিসাবে পাওয়া। এছাড়া ১৪ হাজার টাকার শেয়ারের মালিকও তিনি। এদিকে এখনও প্রায় ১২ জন বিচারপতি নিজের সম্পত্তির খতিয়ান দেননি। তবে শীঘ্রই সেই তথ্য প্রকাশ্যে আসবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *