সামরিক বাহিনীতে ব্যাপক রদবদল আনলেন জেলেনস্কি

Spread the love

ইউক্রেনের সামরিক বাহিনীতে রদবদলের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার (৩ জুন) এই ঘোষণা দেন প্রেসিডেন্ট। এই রদবদল অনুযায়ী একজন কমান্ডারকে নতুন পদে নিয়োগ দেয়া হবে যিনি রাশিয়ার এক মারাত্মক হামলার পর পদত্যাগ করেছিলেন।

শীর্ষ কমান্ডারদের সাথে এক বৈঠকের পর রাতের ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, ‘রাশিয়ার আক্রমণের তিন বছরেরও বেশি সময় পরেও ইউক্রেনের সামরিক বাহিনী যাতে যুদ্ধে মনোযোগী থাকে তা নিশ্চিত করার জন্য এই রদবদল করা হয়েছে।’


জেলেনস্কি জানান, মেজর জেনারেল মিখাইলো দ্রাপাতি, যিনি গত সপ্তাহান্তে একটি প্রশিক্ষণ এলাকায় হামলার পর ইউক্রেনের স্থল বাহিনীর কমান্ডার পদ থেকে পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন, তিনি এখন যৌথ বাহিনীর নতুন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রেসিডেন্ট বলেন, ‘মিখাইলো দ্রাপাতি এখন পুরোপুরি যুদ্ধের বিষয়গুলোতে মনোনিবেশ করবেন এবং তাকে যৌথ বাহিনীর কমান্ডার নিযুক্ত করা হয়েছে যাতে তিনি নিজেকে সম্পূর্ণরূপে সম্মুখ সারিতে উৎসর্গ করতে পারেন।’


জেলেনস্কি আরও জানান, অন্য একজন কর্মকর্তা যার পরিচয় তিনি প্রকাশ করেননি, তাকে স্থল বাহিনীর দায়িত্বে নিযুক্ত করা হবে এবং প্রশিক্ষণ, প্রস্তুতি, আঞ্চলিক নিয়োগ কেন্দ্রগুলোতে পরিবর্তনের মতো কাজগুলোর দায়িত্ব থাকবে তার উপর। 


এছাড়া জেলেনস্কি বলেন, প্যারাট্রুপের কমান্ডার হিসেবে ওলেহ অ্যাপোস্টল এবং মনুষ্যবিহীন সিস্টেমের কমান্ডার হিসেবে রবার্ট ব্রোভডির নিয়োগের বিষয়টিও অনুমোদন করা হয়েছে।


পূর্বাঞ্চলীয় অপারেশনাল কমান্ডের কমান্ডার নিযুক্ত করে কমান্ডটিকে আধুনিকীকরণের দায়িত্ব দেয়া হয়েছে ভাদিম সুখারেভস্কিকে। ইহোর স্কাইবিউককে জেনারেল স্টাফের ডেপুটি চিফ করা হয়েছে বলেও জানান জেলেনস্কি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *