সামসেরগঞ্জের বদলা নেওয়ার ডাক দিলেন শুভেন্দু

Spread the love

অমিত শাহের সামনে দাঁড়িয়ে মঞ্চ থেকে ধূলিয়ান, সামসেরগঞ্জ, মোথাবাড়ির বদলার ডাক দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে বিজেপির বিজয় সংকল্প সভার মঞ্চ থেকে দলীয় কর্মীদের উদ্দেশ্য করে হিন্দুদের ওপর অত্যাচারের বদলা নেওয়ার ডাক দেন তিনি।

এদিন বক্তব্যের শুরুতে অমিত শাহকে কৃতজ্ঞতা জানান শুভেন্দুবাবু। তিনি বলেন, ‘আমি অমিত শাহজিকে তাঁর ৩টে সাম্প্রতিক অবদানের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই। পহেলগাঁওয়ের দুর্ঘটনায় ৩ জন বাঙালিকে একজন ভয়ানক সন্ত্রাসবাদী হত্যা করেছে। বিতান অধিকারীর স্ত্রী CAAতে আবেদন করেছিলেন। ওনার কাছে সেই তথ্য পৌঁছতেই বিতান অধিকারীর স্ত্রীকে CAAর নাগরিকত্ব সার্টিফিকেট অমিত শাহজি পৌঁছে দিয়েছেন। হুগলির রিষড়ায় বিএসএফ জওয়ান পিকে সাউকে পাকিস্তানিরা পণবন্দি করেছিল। অমিত শাহজি মোদীজির আদেশে তাঁকে অক্ষত অবস্থায় বাড়িতে পৌঁছে দিয়েছেন। আমাদের কোচবিহারের রাজবংশী চাষি উকিল বর্মনকে বাংলাদেশ পণবন্দি করেছিল। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বিএসএফের মাধ্যমে ওনাকেও অক্ষত অবস্থায় কোচবিহারে ফেরত এনেছেন।’

এর পরই রাজ্যে সাম্প্রতিক একের পর এক হিংসা কবলিত এলাকার নাম নিয়ে বদলা নেওয়ার ডাক দেন শুভেন্দুবাবু। তিনি বলেন, ‘ধূলিয়ান সামসেরগঞ্জ কয়েক ঘণ্টার মধ্যে বিএসএফ সিআরপিএফ নামিয়ে ঠান্ডা যিনি করেছেন তাঁর নাম অমিত শাহজি। তিনি বাংলাকেও এই অত্যাচারের হাত থেকে মুক্ত করবেন।’

সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেেশে শুভেন্দুবাবু প্রশ্ন করেন, ”আমি শুধু জানতে চাইব, মোথাবাড়ির বদলা হবে না? ধূলিয়ানের বদলা হবে? সামসেরগঞ্জের বদলা হবে? হরগোবিন্দ দাসের হত্যার বদলা হবে? চন্দন দাসের হত্যার বদলা হবে? বিতান অধিকারীর বদলা হবে? সমীর গুহর হত্যার বদলা হবে? হিন্দুদের ওপর অত্যাচারের বদলা হবে?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *