বিদেশ সফর সেরে সবে দেশে ফিরে এসেছেন দেব। ‘প্রজাপতি ২’ ছবির শ্যুটিং প্রায় অনেকটাই সারা হয়ে গিয়েছে। এর মধ্যেই আগামী ১৪ অগস্ট বড় পর্দায় মুক্তি পাবে ‘ধুমকেতু’, যা নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনার অন্ত নেই। এসব কিছুর মধ্যেই এবার সর্বসমক্ষে আনা হল ‘রঘু ডাকাত’ ছবির টিজার।
বছর কয়েক আগে ‘রঘু ডাকাত’ ছবির ঘোষণা করা হলেও মাঝে কাজ বন্ধ ছিল। তবে ‘খাদান’ সাফল্য পাওয়ার পরেই তোড়জোড় শুরু হয়ে যায় ‘রঘু ডাকাত’ ছবি মুক্তির। এই বছর সরস্বতী পুজোর দিন হয় ছবির শুভ মহরৎ। চলতি বছর দুর্গাপুজোর সময় ছবিটি মুক্তি পাওয়ার কথা। তার আগেই গতকাল অর্থাৎ ১৯ জুলাই মুক্তি পায় রঘু ডাকাত ছবির প্রি টিজার।
শনিবার সন্ধ্যায় সমাজ মাধ্যমের পাতায় একটি পোস্ট ভাগ করে নিয়েছিলেন দেব, যেখানে তাঁকে দেখা যায় কপালে সিঁদুর, পাকানো গোঁফ এবং রক্তচক্ষু নিয়ে তাকিয়ে থাকতে। ছবিটি শেয়ার করেই তিনি জানিয়েছিলেন রবিবার ছবিটির টিজার মুক্তি পেতে চলেছে। সময়ও জানিয়ে দিয়েছিলেন তিনি। সেই কথা মতোই অবশেষে ২০ তারিখ ঠিক সকাল ১১টায় মুক্তি পেল ছবি টিজার।
টিজার শুরু হতেই গম্ভীর গলায় শুনতে পাওয়া যায় ‘ইংরেজরা ভেবেছিল বাঙালিরা মরে গেছে। আগুন নিভে গিয়েছে, প্রতিবাদ হয়ে গিয়েছে ইতিহাস। কিন্তু ওরা জানে না, আগুন নিভে গেলেও ছাই নেভে না। ইতিহাস লেখে শিকারী, বাঘ লেখে না। যদি লিখতো তাহলে ইতিহাসটা কেমন হতো বল দেখি?’

টিজারে বাঙালিদের ওপর ইংরেজদের অত্যাচারের কিছু মুহূর্ত তুলে ধরা হয়েছে। এরপরই মা কালীর সামনে তীর ধনুক হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় রঘু ডাকাতকে। ইংরেজদের করা অন্যায়ের প্রতিবাদ নেওয়ার জন্য সবদিক থেকে প্রস্তুত সে। খর্গ হস্ত রঘু ডাকাতের রূপ দেখে শিহরিত হতে হয়।
রঘু ডাকাত চরিত্রে দেবের এই অসামান্য লুক রীতিমতো মুগ্ধ করেছে দর্শকদের। টিজার দেখেই বোঝা যায় কতটা অসামান্য ছবি হতে চলেছে রঘু ডাকাত। এইবছর পুজোয় ইতিহাসকে পর্দায় জীবন্ত হতে দেখবে দর্শকরা, যার জন্য আর কিছু সময় অপেক্ষা করতে হবে সকলকে।