সিগন্যাল বিভ্রাটের জেরে ট্রেন পরিষেবা থমকে

Spread the love

সাঁতরাগাছি রেল ইয়ার্ডে সিগন্যাল বিভ্রাট। আর তার জেরে আজ যাত্রীদের ভোগান্তি চরমে উঠেছে। সিগন্যাল ব্যবস্থা ঠিকমতো কাজ না করার জেরে হাওড়া স্টেশনের দক্ষিণ পূর্ব শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করতে হয়েছে। নির্ধারিত সময়ের পরে ছেড়েছে অনেক ট্রেন। হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে আটকে পড়েন যাত্রীরা। গরমে গলদঘর্ম অবস্থা নাকাল হতে হয়। দক্ষিণ–পূর্ব রেল কর্তৃপক্ষ সূত্রে খবর, সাঁতরাগাছি রেল ইয়ার্ডে নন ইন্টারলকিং সিগন্যাল সিস্টেমে সমস্যা হয়েছে। হাওড়া স্টেশনে আটকে পড়া যাত্রীদের ট্রেন কখন আসবে, আদৌ আসবে কিনা সেটা নিয়েই ধন্দ।

এদিকে আজ সকাল থেকে সাঁতরাগাছি রেল ইয়ার্ডে সিগন্যাল সিস্টেম কাজ করছে না বলে অভিযোগ। তার জেরে হাওড়া স্টেশন থেকে বহু ট্রেন ছাড়েনি। পরে দুরপাল্লার একাধিক ট্রেন বাতিল হয়ে যায়। অনেক লোকাল ট্রেন দেরিতে ছাড়ছে। তবে সার্বিক পরিস্থিতির জন্য ক্ষোভে ফুঁসছেন ট্রেন যাত্রীরা। হাওড়া স্টেশনে কয়েক হাজার যাত্রীর ভিড় উপচে পড়ছে। কেউ সোমবার রাত থেকে বসে আছেন ট্রেনের জন্য। এখনও পর্যন্ত ট্রেন পাননি। হাওড়া থেকে সাঁতরাগাছি যেতে সময় লাগছে দেড় ঘণ্টার বেশি। দক্ষিণ–পূর্ব রেলের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা।

অন্যদিকে সাঁতরাগাছিতে ইন্টারলকিং এবং নন ইন্টারলকিংয়ের কাজের জন্য গত ৩০ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত নানা ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছিল আগেই। বহু লোকাল ট্রেনও বাতিল করা হয়। কিন্তু এত কিছুর পরও লক্ষ্য ছিল, যাত্রীদের স্বাচ্ছন্দ্য। যাত্রীদের ভাল পরিষেবা। যদিও কাজের সময়সীমা শেষ হয়ে গেলেও আজ বড় ধাক্কা খায় সিগন্যালিং সিস্টেম। বেশিরভাগ ট্রেনের যাত্রাপথ সাঁতরাগাছি হওয়ায় বিপাকে পড়েন যাত্রীরা। হাওড়া মুম্বই গীতাঞ্জলি এক্সপ্রেস, হাওড়া মুম্বই দুরন্ত এক্সপ্রেস, হাওড়া বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস, হাওড়া বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেস, হাওড়া–পুরী বন্দে ভারত এক্সপ্রেস, হাওড়া সেকেন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেস–সহ নানা দূরপাল্লার ট্রেন অনেক দেরিতে ছাড়ে।

তাছাড়া বাতিল হয়েছে হাওড়া–বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, হাওড়া–দিঘা কান্ডারি এক্সপ্রেস। সাঁতরাগাছি স্টেশনে ইয়ার্ড রিমডেলিং, প্ল্যাটফর্ম বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ লাইন কাটার কাজ চলছে। এই কাজ সম্পূর্ণ সম্পন্ন হলে মেল এবং এক্সপ্রেস ট্রেনের গতি ও নির্ধারিত সময়ে পৌঁছনোর ক্ষমতা আরও বেশি বাড়বে বলে খবর। কিন্তু তার আগেই থমকে গেল সবকিছু। হাওড়া পুরুলিয়া এক্সপ্রেস পর্যন্ত বাতিল হয়েছে। দক্ষিণ ভারতে চিকিৎসার জন্য যাচ্ছিলেন যাঁরা সেসব যাত্রীদের চরম নাকাল হতে হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *