ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করার পর থেকেই অস্থির হয়ে আছে পাকিস্তান। এই ইস্যুতে ভারতের সঙ্গে আলোচনাও করতে চেয়েছে পাকিস্তান। তবে ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে, পাকিস্তানের সঙ্গে এখন শুধু সন্ত্রাসবাদ ও পাক অধিকৃত কাশ্মীর নিয়ে কথা বলবে তারা। ভারত আরও বলেছে যে রক্ত এবং জল একসাথে প্রবাহিত হতে পারে না।এদিকে, এই সঙ্কটের সময়ে আরও একবার পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে প্রতিবেশী চিন। রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় বাঁধ নির্মাণের গতি বাড়ানোর পরিকল্পনা করছে চিন। সিন্ধু জল চুক্তি স্থগিতের কয়েক সপ্তাহের মধ্যেই পাকিস্তানে বাঁধ নির্মাণের গতি বাড়ানোর পরিকল্পনা ঘোষণা করেছে চিন।
উল্লেখ্য, চিনের রাষ্ট্রীয় মালিকানাধীন চায়না এনার্জি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন ২০১৯ সাল থেকে উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে মোহমান্দ জলবিদ্যুৎ প্রকল্পে কাজ করছে। প্রকল্পটি ২০২৬ সালের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে এখন যত দ্রুত সম্ভব তা শেষ করার সিন্ধান্ত গ্রহণ করা হয়েছে।

শনিবার চিনের একটি সরকারি সংস্থা জানিয়েছে, বাঁধের ওপর কংক্রিট ভরাটের কাজ শুরু হয়ে গিয়েছে। চায়না এনার্জি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনটি বলেছে, পাকিস্তানের এই প্রকল্প নির্মাণ একটি বড় মাইলফলক। খাইবার পাখতুনখোয়া প্রদেশে বিদ্যুৎ উৎপাদন, বন্যা নিয়ন্ত্রণ, সেচ এবং জল সরবরাহের মতো উদ্দেশ্য পূরণ করবে মোহমান্দ বাঁধটি।
চিনা সংস্থার নির্মিত বাঁধটি ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে এবং খাইবার পাখতুনখোয়ার রাজধানী ও বৃহত্তম শহর পেশোয়ারে প্রতিদিন ৩০০ মিলিয়ন গ্যালন পানীয় জল সরবরাহ করবে বলে অনুমান করা হচ্ছে। এই আবহে পাকিস্তানের উত্তরপশ্চিমের প্রদেশের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই প্রকল্পটি।