সিরিয়ার বিভাজন মেনে নেবে না তুরস্ক

Spread the love

সিরিয়াকে ভাঙতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, ইসরাইল একটি সন্ত্রাসী রাষ্ট্র, সিরিয়ার দ্রুজ জনগোষ্ঠীকে অজুহাত বানিয়ে দেশটির সীমান্তবর্তী অঞ্চলে হামলা চালাচ্ছে রক্তপিপাসু দেশটি।আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর এরদোয়ান বলেন, ‘দ্রুজ জনগোষ্ঠীকে অজুহাত বানিয়ে সিরিয়ায় হামলা চালাচ্ছে ইসরাইল। বুধবার যেমন আমরা সিরিয়ার বিভাজন বা টুকরো টুকরো হওয়ার বিরুদ্ধে ছিলাম, আজ ও আগামীকালও তেমনই থাকব। সিরিয়ার অখণ্ডতা রক্ষায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ।’

পাশাপাশি ইসরাইলকে রক্তপিপাসু সন্ত্রাসী রাষ্ট্র বলেও অভিহিত করেন এরদোয়ান। তিনি বলেন, যারা ইসরাইলের ওপর ভরসা করছে, তারা শিগগিরই বুঝবে তারা বড় ধরনের ভুল করেছে।

এদিকে টানা কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর স্থানীয় সময় বৃহস্পতিবার সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সুয়েইদা থেকে পিছু হটে গেছে দেশটির সরকারি বাহিনী। নতুন যুদ্ধ বিরতির চুক্তি অনুযায়ী তাদের এ পদক্ষেপ বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।

পরিস্থিতি যখন কিছুটা শান্ত তখনই সিরিয়ায় বেদুইনদের বহর লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইল। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।


এদিকে, দ্রুজ, বেদুইন আর সরকারি বাহিনীর ত্রিমুখী লড়াইয়ে কয়েকশো মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেছে লন্ডনভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। যাদের মধ্য বেশিরভাগই সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়ের। এরমধ্যে ইসরাইলি বাহিনীর হস্তক্ষেপ পরিস্থিতি আরও ঘোলাটে করেছে বলেও দাবি তাদের।

একইদিন সিরিয়ার সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্র সিরিয়ার সব পক্ষের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ রাখছে, যাতে শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তোলার পাশাপাশি সংহতির বিষয়ে আলোচনা চালিয়ে যাওয়া যায়।

সিরিয়ায় ইসরাইলের বোমা হামলা দেশটির সার্বভৌমত্বের ওপর আঘাত উল্লেখ করে নিন্দা জানিয়েছেন কাতারের আমির। আর যুদ্ধবিধ্বস্ত দেশটিতে অবিলম্বে হামলা বন্ধ করতে বলেছে চীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *