সীমান্তে গিয়ে বাঙ্কারে রাত কাটান আমির

Spread the love

২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পাল্টা, ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর পর, বেশ অনেকটা দেরি করেই পোস্ট করে আমিরের প্রযোজনা সংস্থা। আর তাতেই খচে লাল হয় নেটপাড়া। সমালোচনার মুখে পড়েন আমির খান। তবে এবার ‘আপ কি আদালত’-এ রজত শর্মার সঙ্গে কথোপকথনে আমির জানান, তিনি ভারতীয় সশস্ত্র বাহিনীর জন্য গর্বিত। এমনকী, কার্গিল যুদ্ধের পর ভারতীয় সেনাদের সঙ্গে আট দিন কাটানোর স্মৃতিচারণও করেন তিনি।

আমির বলেন, ‘আমি গিয়েছিলাম, হয়তো আপনারা সবাই জানেন না, কিন্তু যখন কার্গিল যুদ্ধ হল এবং আমরা জিতেছিলাম, তখন আমিই ছিলাম একমাত্র ব্যক্তি যে কার্গিলে আট দিন কাটিয়েছিলাম। আমি লেহ-তে নেমেছিলাম এবং সেখান থেকে শ্রীনগর যাওয়ার রাস্তায় আমি আট দিনের জন্য ভ্রমণ করেছি। আমি প্রতিটি রেজিমেন্টের সঙ্গে দেখা করেছি। এই আট দিনে আমি কেবল সৈন্যদের সঙ্গে দেখা করেছি এবং তাদের উৎসাহিত করার জন্য সেখানে গিয়েছিলাম। আপনারা আমাদের জন্য এই যুদ্ধ করেছেন, আমাদের রক্ষা করেছেন- আমি আপনাদের স্যালুট জানাই এবং আমি আপনাদের কাছে কৃতজ্ঞ।’

তিনি আরও বলেন, ‘কিন্তু তাদের সঙ্গে কাটানো ওই ৮ দিনে আমি উপলব্ধি করেছি যে আমাদের সৈন্যদের আসলে উৎসাহের প্রয়োজন নেই। তারা এমন কঠিন ভূখণ্ডে বাস করে এবং আমাদের রক্ষা করে, তবুও তাদের আত্মা অবিশ্বাস্য- তাদের মুখে সর্বক্ষণ হাসি রয়েছে, তারা আত্মবিশ্বাসী এবং সুখী। আমি ভেবেছিলাম আমি তাদের মনোবল বাড়ানোর জন্য সেখানে যাচ্ছি, কিন্তু পরিবর্তে, তারা আমার মনোবল বাড়িয়ে তুলেছে। এই ৮ দিন আমি তাদের সঙ্গে খেয়েছি, তাদের জীবন সম্পর্কে জেনেছি। এক রাতেও সীমান্তের একটা বাঙ্কারে দাঁড়িয়ে ছিলাম। সেখানে ছয় থেকে আটজন সৈন্য ছিল এবং আমার মনে হয় না অন্য কেউ এমন কিছু করেছে।’

আমির খানের আগামী ছবি ‘সিতারে জমিন পর’ মুক্তির অপেক্ষায়। এস প্রসন্নর পরিচালনায় স্প্যানিশ ছবি ‘ক্যাম্পিওনেস’-এর রিমেক এই স্পোর্টস ড্রামা। আমির এখানে একজন বাস্কেটবল কোচের চরিত্রে অভিনয় করেছেন। ছবিতে দেখা যাবে জেনেলিয়া ডি’সুজাকে। এটি ২০ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *