সুখবর দিলো বাংলাদেশ দূতাবাস

Spread the love

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা নিয়োগকর্তা কর্তৃক ‘ব্লকড ওয়ার্ক ভিসা’ আওতায় ছিলেন তাদের ভিসা নবায়ন নিয়ে সুখবর দিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ওমানের বাংলাদেশ দূতাবাস।

বিজ্ঞপ্তিতে দূতাবাস জানিয়েছে, প্রবাসীদের মেয়াদোত্তীর্ণ কাজের ভিসা নবায়ন এবং নিয়োগকর্তা পরিবর্তনের ক্ষেত্রে সকল প্রকার জরিমানা (মাসিক ও অন্যান্য) মওকুফ করা হয়েছে।

এতে আরও বলা হয়, ব্লকড কর্মীদের ভিসা পরিবর্তনের ক্ষেত্রে পূর্বের নিয়োগকর্তার কোনো প্রকার অনুমতির প্রয়োজন নেই। নতুন নিয়োগকর্তা শ্রম মন্ত্রণালয়ের ওয়েবসাইট/সনদ সেন্টারের মাধ্যমে ভিসা পরিবর্তনের আবেদন করলে স্বয়ংক্রিয়ভাবে ভিসা পরিবর্তনের অনুমতি দেয়া হবে। কর্মী এবং নতুন নিয়োগকর্তা উক্ত অনুমতিপত্রসহ নিকটস্থ লেবার কোর্টে উপস্থিত হয়ে ভিসা পরিবর্তনের সকল কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

দূতাবাস জানিয়েছে, দূতাবাস থেকে প্রবাসীরা মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) মেয়াদ বৃদ্ধি করে ভিসা নবায়ন করতে পারবেন। উল্লেখ্য, এমআরপি প্রয়োজনবোধে সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত নবায়ন করা। যা কোনোক্রমেই নবায়ন ইস্যুর তারিখ থেকে এক বছরের বেশি হবে না। এই সুযোগটি আগামী ৩১ জুলাই পর্যন্ত বলবৎ থাকবে।

দূতাবাস আরও জানিয়েছে, দূতাবাসে ই-পাসপোর্ট এনরোলমেন্টসহ অন্যান্য কনস্যুলার সেবা প্রদানের ক্ষেত্রে পূর্বের ন্যায় দিনের অ্যাপয়েন্টমেন্টধারী সেবাপ্রার্থীদের অগ্রাধিকারভিত্তিতে সেবা দেয়া শেষ করা হচ্ছে। এছাড়া ভিসা মেয়াদোত্তীর্ণ সেবা প্রার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *