সুনীল গাভাসকর যা পারেননি তাই করে দেখালেন যশস্বী জসওয়াল

Spread the love

ক্রিকেটের ইতিহাসে সচিন তেন্ডুলকর, ভিভ রিচার্ডস, রাহুল দ্রাবিড়. এবি ডিভিলিয়ার্স বা সুনীল গাভাসকর যা পারেননি তাই করে দেখালেন যশস্বী জসওয়াল। ক্রিকেটের বিভিন্ন প্রজন্মের সেরা সেরা ব্যাটাররা যশস্বীরল এই রেকর্ডের ধারে কাছেই নেই। ভারতীয় দলের এই ওপেনার অস্ট্রেলিয়ায় গিয়ে নিজের অভিষেক টেস্টে শতরান করেছিলেন। এবার তিনি ইংল্যান্ডে গিয়ে নিজের অভিষেক ইনিংসেই শতরান করলেন হেডিংলে টেস্টে। এটি যশস্বীর পঞ্চম টেস্ট শতরান, আর ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় শতরান। ইংল্যান্ডে প্রথমবার মাঠে নেমেই শতরান করে নজির গড়লেন তিনি। প্রথম সফরকারি ব্যাটার হিসেবে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডে নিজের অভিষেক টেস্টে শতরানের বিরল নজির গড়লেন বাঁহাতি এই ওপেনার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পার্থ-এ ১৬১ রানের ইনিংস খেলেছিলেন জসওয়াল।

সচিন তেন্ডুলকরও নিজের অভিষেক টেস্ট সিরিজে গিয়ে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় শতরান করেছিলেন। তবে সেটা প্রথম ম্যাচে আসেনি। ইংল্যান্ডে সিরিজের দ্বিতীয় টেস্টে এবং অস্ট্রেলিয়ায় সিরিজের তৃতীয় টেস্টে সচিন শতরান করেছিলেন। তবে যশস্বী সেটাই করে দেখালেন দুই শক্তিশালী দেশের বিরুদ্ধে নিজের অভিষেক টেস্টেই। ব্রাইডন কার্সকে ৪৯তম ওভারে পরপর চার মারার পর ১ রান নিয়ে নিজের শতরান পূরণ করেন যশস্বী। এরপর আনন্দে আত্মহারা হয়ে আকাশে লাফিয়ে নিজের শতরান সেলিব্রেট করেন।

নিজের টেস্ট অভিষেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও শতরান ছিল যশস্বীর। গতবার হোম সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে ৭০০র বেশি রান করেছিলেন, সেই সিরিজে যেখানে শেষ করেছিলেন এবার যেন সেখান থেকেই শুরু করলেন তিনি। যশস্বী সেই সময় শতরান করলেন, যখন রোহিত-বিরাটদের অনুপস্থিতিতে ভারতীয় দলের ব্যাটিং পারফরমেন্স নিয়ে অনেক আশঙ্কার সম্ভাবনা উঠছিল।

লোকেশ রাহুলের সঙ্গে ওপেনিং উইকেটে ৯১ রানের পার্টনারশিপের পর নবনিযুক্ত টেস্ট অধিনায়ক শুভমন গিলের সঙ্গে যশস্বী জসওয়াল যোগ করেন ১২৯ রান। চা-পানের বিরতির পরই ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের একটা অসাধারণ ডেলিভারিতে বোল্ড আউট হয়ে যান যশস্বী। ১৫৮ বলে ১৬টি চার এবং ১টি ছয়ে সাজানো ১০১ রানের ইনিংস খেলেন তিনি। প্রথম দিনের শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৩৫৯। উইকেটে রয়েছেন শুভমন গিল এবং ঋষভ পন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *