সুশান্তের মৃত্যুকে ‘জাতীয় ট্র্যাজেডি’ আখ্যা শত্রুঘ্নর

Spread the love

আজ বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের পঞ্চম মৃত্যুবার্ষিকী। ১৪ জুন, ২০২০ তারিখে, অভিনেতার বান্দ্রার অ্যাপার্টমেন্টে তাঁকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। ৫ বছর পরেও, তাঁর মৃত্যু ভক্তদের কাছে রহস্য হিসেবে রয়ে গিয়েছে। সুশান্তের মৃত্যুর ৫ বছর পরে প্রয়াত অভিনেতাকে নিয়ে কথা বললেন শত্রুঘ্ন সিনহা।

সুশান্তের মৃত্যু নিয়ে কথা বলতে গিয়ে শত্রুঘ্ন সিনহা এই মৃত্যুকে ‘জাতীয় ট্রাজেডি’ বলে আখ্যা দেন। শুধু তাই নয়, পাঁচ বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও যে অভিনেতাকে কেউ বলতে পারেনি সে কথাও জানান সোনাক্ষীর বাবা।

সম্প্রতি E times- এর সঙ্গে কথোপকথনে অভিনেতা বলেন, ‘অনেক কষ্ট সময়ের সঙ্গে সঙ্গে কমে যায় কিন্তু সুশান্তের ক্ষেত্রে তা হয়নি। এখনও মানুষ সুশান্তকে আগের মতোই ভালোবাসেন। সুশান্তের মৃত্যু আজও রহস্য হয়েই থেকে গেছে, যার কিনারা এখনও কেউ করতে পারেনি।’

সুশান্তের মৃত্যুকে ‘জাতীয় ট্রাজেডি’ বলে আখ্যা দিয়ে অভিনেতা বলেন, ‘সুশান্ত ছাড়াও রহস্যময় মৃত্যু ঘটেছিল অনেক অভিনেতা অভিনেত্রী যাদের মধ্যে রয়েছেন গুরু দত্ত, মীনা কুমারী, শ্রীদেবী। কিন্তু সুশান্তের মৃত্যু জাতীয় ট্রাজেডি ছিল।’

প্রয়াত অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ হয়ে শত্রুঘ্ন বলেন, ‘একজন গডফাদার ছাড়া হিন্দি চলচ্চিত্রে যেভাবে সুশান্ত নিজের জায়গা করে নিয়েছিল, তা সত্যি প্রশংসার যোগ্য। আমি জানি এই সংগ্রাম কতটা কঠিন। আমি যখন মুম্বইয়ে এসেছিলাম তখন আমারও কোনও যোগাযোগ ছিল না কারও সঙ্গে, আমি জানতাম না কীভাবে এগিয়ে যাব। পকেটে কয়েকশো টাকা আর প্রচুর উৎসাহ নিয়ে আমি চেষ্টা করেছিলাম এগিয়ে যেতে।’

সবশেষে অভিনেতা বলেন, ‘আমার মধ্যে যে উৎসাহ ছিল সেই একই উৎসাহ আমি সুশান্তের মধ্যেও দেখেছিলাম। তবে আমি চাই না সুশান্তের জীবন নিয়ে কোনও বায়োপিক তৈরি হোক। ওর সঙ্গে যা ঘটেছে, তা সত্যিই দুঃখজনক।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *