সুস্মিতার সঙ্গে ব্রেকআপের আসল কারণ ফাঁস করলেন রহমান

Spread the love

৫০ বছর বয়সী সুস্মিতা সেনের জীবনে একাধিক প্রেম এলেও আজও তিনি অবিবাহিত। একজন দুর্দান্ত অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি যে একজন বড় মনের মানুষ, তার প্রমাণ বহু বার বহু মানুষ পেয়েছেন। তবে তাঁর জীবনে বহুবার বসন্ত এলেও বিয়ের পিঁড়ি পর্যন্ত এগোইনি কোনও সম্পর্ক।

কিছু মাস আগেই যখন রহমান শলের সঙ্গে বিচ্ছেদের পর প্রাক্তন আইপিএল কর্তা ললিত মোদির সঙ্গে সুস্মিতাকে দেখতে পাওয়া যায়, তখন সুস্মিতার চরিত্র নিয়ে চর্চা চলেছিল নেট দুনিয়া জুড়ে। অনেকেই অভিনেত্রীকে ‘সুবিধাবাদী’ বলে তকমা দিয়েছিলেন। শুধু অর্থের কারণেই রহমানকে ছেড়ে তিনি ললিত মোদির সঙ্গে সম্পর্কে গিয়েছিলেন বলেও মন্তব্য করেছিলেন বহু মানুষ।

যদিও পরবর্তীকালে সুস্মিতা জানিয়েছিলেন, তিনি অবিবাহিত এবং কারও সাথে কোনও প্রেমের সম্পর্ক নেই তাঁর। এরপরই আবার সুস্মিতার সঙ্গে দেখতে পাওয়া যায় রহমানকে। রহমানের সঙ্গে সুস্মিতার ছবি দেখে মানুষের মনে প্রশ্ন জেগেছিল, তাহলে কি আবার পুরনো প্রেমের কাছে ফিরে গেলেন বিশ্বসুন্দরী? অবশেষে তাহলে কি এবার বিয়ের পিঁড়িতে বসবেন তিনি?

সম্প্রতি ইনস্ট্যান্ট বলিউডের সঙ্গে একটি সাক্ষাৎকারে সমস্ত প্রশ্নের উত্তর দিলেন রহমান। সুস্মিতার সঙ্গে সম্পর্কের ব্যাপারে খোলামেলা আলোচনা করেন তিনি। রহমান বলেন, আমরা শুধুই বন্ধু। এর বাইরে আমাদের অন্য কোনও সম্পর্ক নেই।

পূর্ব বিচ্ছেদের কোনও কারণ সরাসরি না বললেও রহমান বলেন, ‘ওঁর যে ধরনের হীরে পছন্দ তা আমি এখনই কিনে দিতে পারছি না। যেদিন আমি পারব সেদিন অবশ্যই কিনে দেব। ওঁর কাছে ২২ ক্যারেটের ভিড়ে রয়েছে ২২ ক্যারেটের হীরে রয়েছে, যা অত্যন্ত মূল্যবান। এত বেশি টাকা আয় করতে অনেক সময় লাগবে আমার।’

তবে রহমান হীরের কথা উল্লেখ করলেও পুরনো একটি সাক্ষাৎকারে সুস্মিতা বলেছিলেন, ‘আমার যা প্রয়োজন আমি নিজেই তা কিনে নিতে পারি। আমাকে কাউকে হীরে উপহার দিতে হবে না। অনেক বছর আগে আমি নিজেকে ২২ ক্যারেটের একটি আংটি উপহার দিয়েছিলাম, তাই আমি অন্য কারও মুখাপেক্ষী নই।’

রহমানের সঙ্গে সম্পর্ক নিয়ে সুস্মিতা বলেছিলেন, ‘আমরা ভালো বন্ধু হয়ে নিজেদের যাত্রা শুরু করেছিলাম, ভালো বন্ধু হয়ে থাকব। ভালোবাসাও থেকে যাবে।’ সুস্মিতার পাশাপাশি রহমানও নিজেকে এখন ‘সিঙ্গল’ বলেই দাবি করেন। তবুও সুস্মিতার সঙ্গে রহমানের ছবি দেখলেই বিশ্ব সুন্দরীর ভক্তদের মন কেমন যেন উচাটন করে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *