২২ এপ্রিল ২০২৫ পহেলগাঁওতে এক অভিশপ্ত দুপুরে ২৬ জন নিরস্ত্রকে হত্যা করে জঙ্গিরা। সেদিনটি ছিল মঙ্গলবার। আর আজ ১৩ মে ২০২৫ আরও এক মঙ্গলবার। আজ জম্মু ও কাশ্মীরের বুকে শোপিয়ানে জঙ্গি দমনে ভারতীয় সেনা বাহিনীর এক অভিযান চলে। পাল্টা জঙ্গিরা গুলি ছুড়তেই শুরু হয় সংঘর্ষ। তাতেই ৩ লস্কর ই তৈবা জঙ্গির মৃত্যু হয়।
জানা যাচ্ছে, শোপিয়ানের সুকরু কেলার এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর ছিল সেনার কাছে। তারপরই এলারা ঘিরে ফেলে শুরু হয় চিরুনি তল্লাশি। তখনই জঙ্গিদের দিক থেকে ধেয়ে আসে গুলি। পাল্টা গুলি চালায় ভারতীয় সেনা। ‘অপারেশন সিঁদুর’ ঘিরে দিল্লি স্পষ্ট করে জানিয়েছিল এবার থেকে ‘অ্যাক্ট অফ ওয়ার’র (যুদ্ধের কার্যকলাপ) সংজ্ঞা এবার থেকে কী হবে। সাফ বলা হয়েছিল কোনও ‘অ্যাক্ট অফ টেরর’ বা নাশকতাকেই ‘অ্যাক্ট অফ ওয়ার’ বা সংঘাত বলেই ধরা হবে। আর সেই বার্তার পরই কাশ্মীরের শোপিয়ানে সেনার গুলিতে নিকেশ হয় ৩ জঙ্গি।

এই শোপিয়ানেই ২২ এপ্রিলের পর জঙ্গি আদনান শাফির বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়। এদিকে, আজ যে ৩ লস্কর জঙ্গির মৃত্যু হয়েছে, তাদের পরিচিতি জানা যায়নি। জানা গিয়েছে, কেলারের জঙ্গল ঘেরা এক জায়গায় জঙ্গিরা গা ঢাকা দিয়ে রয়েছে বলে সেনার কাছে সূত্র মারফৎ খবর আসে। তারপরই চলে অভিযান।
তবে এখনও পর্যন্ত শোপিয়ানে মৃত জঙ্গিদের পরিচিতি প্রকাশ্যে আসেনি। এদিকে, কিছুদিন আগেই সংঘর্ষ বিরতিতে পৌঁছেছে পাকিস্তান ও ভারত। তার আগে, পহেলগাঁওয়ের ঘটনার পরই পাকিস্তানকে সন্ত্রাস নিয়ে মোক্ষম জবাব দিতে গিয়ে শুরু হয় ‘অপারেশন সিঁদুর’।