ভুল রাস্তা দিয়ে উল্টোদিকে গাড়ি চালাচ্ছেন। সেই ঘটনার প্রতিবাদ করায় চড়ও মারলেন ওই ব্যক্তি। সম্প্রতি এমনই এক ঘটনা দেখা গেল লখনউয়ের ব্যস্ত রাস্তায়। ঘটনাচক্রে যিনি চড় মেরেছেন তিনি একজন পুলিশ। যাকে চড় মারা হয় তিনি সেনা অফিসার। ঘটনার পর থেকে অবশ্য নিখোঁজ সেই পুলিশ। গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। দায়ের হয়েছে এফআইআর।
ভুল লেন দিয়ে গাড়ি চালানোর প্রতিবাদ
গত শনিবার এই ঘটনাটি ঘটে লখনউয়ের এক ব্যস্ত রাস্তায়। ঠিক কী ঘটেছে? সেনাবাহিনীর কর্ণেল আনন্দ প্রকাশ সুমন তাঁর দায়ের করা মামলায় জানিয়েছেন, শনিবার ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় তিনি লক্ষ করেন, একটি গাড়ি উল্টোদিক থেকে আসছে। ভুল লেন দিয়ে অভিযুক্ত ব্যক্তি গাড়ি চালাচ্ছিলেন বলে তিনি গাড়ি দাঁড় করিয়ে তার প্রতিবাদ করেন। কিন্তু গাড়ির কাচ নামানোর সঙ্গে সঙ্গে তাঁকে অশ্রাব্য ভাষায় গালাগালি দিতে শুরু করেন অভিযুক্ত।
বাম পায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেন অভিযুক্ত
এমনটা হওয়ার পরেই কর্নেল সুমন গাড়ি থেকে নেমে এগিয়ে যান ওই ব্যক্তির দিকে। কিন্তু তিনি কথা বলতে যাওয়ার আগেই অভিযুক্ত গাড়িটি সজোরে চালিয়ে দেন। কর্নেলের অভিযোগ, তাঁর বাম পায়ের উপর দিয়ে চালিয়ে দেওয়া হয়েছিল গাড়িটি। পাশাপাশি অভিযুক্ত তাঁর গাড়়ি ও কর্নেলের গাড়ির মধ্যে কর্নেলকে পিষে দেওয়ার চেষ্টাও করেন।

নিখোঁজ সেই গুণধর পুলিশ অফিসার
প্রসঙ্গত, পাটনার এনসিসি ডাইরেক্টরেটে কর্মরত রয়েছেন কর্নেল আনন্দ প্রকাশ সুমন। এই ঘটনার পর পরই তিনি পুলিশের কাছে মামলা দায়ের করেন ওই অভিযুক্তের নামে। পরে জানা যায়, তিনি আদতে একজন পুলিশ অফিসার। অভিযুক্তের নাম বিনয়কুমার সরোজ। তবে অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই তাঁর আর খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। এমনকি তাঁর ফোনও সুইচ অফ রয়েছে বলে জানা গিয়েছে।
কী বলছে পুলিশ?
গোটা ঘটনাটি রেকর্ড হয় নিকটবর্তী সিসিটিভিতে। সেই ফুটেজের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। লখনউ সাউথের ডেপুটি পুলিশ কমিশনার নিপুন আগরওয়াল জানিয়েছেন, অপরাধ প্রমাণিত হলে অভিযুক্তকে উচিত শাস্তি দেওয়া হবে।