সেনা আধিকারিকের মুখে জানুন অপারেশন সিঁদুরের অজানা কথা

Spread the love

জঙ্গিদের মদত দেয় যে দেশ সেই পাকিস্তানকে কীভাবে শায়েস্তা করতে হয় তা কার্যত দেখিয়ে দিয়েছে ভারত। ভারতের সেনা। ভারতীয় সেনার সাহসিকতা দেখে গর্বিত গোটা দেশ। জেনে নিন সেই সেনার অভিজ্ঞতা। সেই সেনার সাহসী বক্তব্য। তিনি জানিয়ে দিয়েছেন কীভাবে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলি ধ্বংস করা হয়েছিল।

তিনি সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, আমরা ভারতের সশস্ত্র বাহিনী জানি কীভাবে এই ভীতুগুলোকে কফিনে ভরতে হয়। আর সেটাই হল অপারেশন সিঁদুর। অপারেশন সিঁদুর ঘোষণার পরেই অত্যন্ত স্বল্প সময়ের মধ্য়ে আমাদের মোতায়েন করা হয়েছিল। যেমনি আমরা নির্দেশ পেয়েছিলাম আমরা শত্রুর বিরুদ্ধে ব্যবস্থা নিলাম। ২০টি শত্রু ঘাঁটিকে টার্গেট করেছিলাম। ৬০০ রাউন্ডের উপর চালিয়েছিলাম। সেটা ছিল ওদের জঙ্গি ক্যাম্প, তাদের লঞ্চ প্যাড যার মাধ্য়মে ওরা আমাদের এলাকায় প্রবেশের চেষ্টা করত। আমরা অত্যন্ত সফলভাবে তাদের লোকজনের উপর আঘাত হেনেছি। আমাদের এখানে অত্যন্ত কৌশলগত ভাবে গান পজিশন রয়েছে। যে কোনও হামলা আটকে দিকে পারে। আমাদের বাহিনী একেবারে জাগ্রত ছিল। তারা অত্যন্ত সতর্ক ছিল। এই বন্দুক শত্রুর এলাকায় ১৫ কিমি পর্যন্ত আঘাত হানতে পারে।

এএনআইয়ের তরফে একটা ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে কীভাবে অত্যন্ত শৃঙ্খলিতভাবে দেশ রক্ষার কাজ করছে ভারতীয় সেনা।

কীভাবে পাকিস্তানের কোমর ভাঙল। তারই বিবরণ দিয়েছেন ভারতের সেনা আধিকারিক। কীভাবে শত্রু ঘাঁটিগুলিকে গুড়িয়ে দেওয়া হয়েছিল তারই বিবরণ দিয়েছেন তিনি। সেখানে উল্লেখ করা হয়েছে, ২০টি শত্রু ঘাঁটিকে টার্গেট করেছিলাম। ৬০০ রাউন্ডের উপর চালিয়েছিলাম। সেটা ছিল ওদের জঙ্গি ক্যাম্প, তাদের লঞ্চ প্যাড যার মাধ্য়মে ওরা আমাদের এলাকায় প্রবেশের চেষ্টা করত। আমরা অত্যন্ত সফলভাবে তাদের লোকজনের উপর আঘাত হেনেছি।

অপারেশন সিঁদুর। পহেলগাঁওতে জঙ্গি হামলার বদলা। একের পর এক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারত। পাক অধিকৃত কাশ্মীরে ও পাকিস্তানের মধ্য়ে থাকা একের পর এক জঙ্গি ঘাঁটিতে আঘাত হানে ভারতীয় সেনা। একেবারে দিশেহারা হয়ে যায় পাকিস্তান। এরপর সংঘর্ষ বিরতির জন্য কাকুতি মিনতি করে পাকিস্তান। তবে সংঘর্ষ বিরতির পরেও স্বভাব অনুসারেই তা ভঙ্গ করেছিল পাকিস্তান। তার জবাব দিয়েছিল ভারত।

এদিকে এবার ভারত গোটা বিশ্বজুড়ে প্রতিনিধি পাঠিয়ে পাকিস্তানের মুখোশ খুলতে চাইছে। তার উদ্যোগ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *