সোশাল মিডিয়ায় লাগাতার ‘ভারতবিদ্বেষী’ পোস্ট

Spread the love

সোশাল মিডিয়ায় ভারতবিরোধী পোস্ট করার অভিযোগে গ্রেফতার করা হল এক ব্যক্তিকে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, তিনি যেমন তেমন কোনও লোক নন। তিনি বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসের সদস্য, এলাকার দলীয় নেতা, ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর এবং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলরের স্বামী!

যাঁকে নিয়ে এত কথা, তাঁর নাম – শাহজাহান শেখ! এর আগে সন্দেশখালিতে এক শেখ শাহজাহানকে নিয়ে কম হ্যাপা পোহাতে হয়নি রাজ্যের শাসকশিবিরকে। আর, এবার তৃণমূলের অস্বস্তি বাড়ালেন আরও এক শাহজাহান!

ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি নদিয়া জেলার শান্তিপুর পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আগে তিনি ওই ওয়ার্ডেরই কাউন্সিলর ছিলেন। বর্তমানে তাঁর স্ত্রী রয়েছেন সেই পদে।

এহেন শাহজাহান শেখ অপারেশন সিঁদুরের পর থেকেই লাগাতার ফেসবুকে দেশবিরোধী কন্টেন্ট পোস্ট করতে থাকেন বলে অভিযোগ। সংবাদমাধ্যমে উঠে আসা তথ্য অনুসারে, অপারেশন সিঁদুর ঘটার পর ওই ব্যক্তি একটানা পাকিস্তানের সমর্থনে পোস্ট করতে থাকেন! বিষয়টি নজরে আসার পর নেট নাগরিকরাই তাঁকে ধুয়ে দেন। অন্যদিকে, প্রতিবাদে সরব হন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তাঁর মতে, এমন লোককে দেশে রাখার প্রয়োজন নেই। বরং, অবিলম্বে দেশ থেকে বিদেয় করা হোক।

এই প্রেক্ষাপটে শাহজাহান শেখের পোস্টগুলি ভাইরাল হতে শুরু করে। খবর যায় পুলিশের কাছেও। যার জেরে বুধবার গভীর রাতে তাঁকে তাঁর বাড়ি থেকেই গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়।

এদিকে, গোটা ঘটনা সামনে আসতেই বিষয়টি থেকে দলগতভাবে দূরত্ব বজায় রাখা শুরু করেছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তৃণমূলের টাউন সভাপতি নরেশলাল সরকার এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বলেন, ‘রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী যখন এই মুহূর্তে একত্রিত হয়ে দেশের সুরক্ষার স্বার্থে বার্তা দিচ্ছেন, তখন তিনি কেন এই ধরনের পোস্ট করলেন, তা জানা নেই। পুলিশ তদন্ত করছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *