মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য সফরে এসে বিশ্বকে একটি বার্তা পাঠিয়েছেন। তা হলো, ‘চুক্তি করুন, অতীত ভুলে যান। যুক্তরাষ্ট্র আপনার বিষয়ে হস্তক্ষেপ করবে না।’ মঙ্গলবার (১৩ মে) মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে প্রথমে সৌদি আরবে নামেন ট্রাম্প।
রিয়াদে দেয়া এক ভাষণে, আধুনিকীকরণের প্রচেষ্টার জন্য সৌদি আরবের নেতৃত্বের প্রশংসা করেন ট্রাম্প। বলেন, ‘ইরান, লেবানন এবং সিরিয়ার সামনে উজ্জ্বল ভবিষ্যতের সুযোগ রয়েছে। মধ্যপ্রাচ্য বাণিজ্যের জন্য পরিচিত হবে, বিশৃঙ্খলার জন্য নয়।’
ভাষণে, সবচেয়ে স্পষ্ট ভাষায় তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন ট্রাম্প। এ সময় তিনি মার্কিন প্রেসিডেন্টদের সমালোচনা করে বলেন, অনেকে আছেন যারা পশ্চিমা নেতাদের দিকে বেশি মনোযোগ দিয়েছেন অথচ সৌদি আরব, ইরান বা সিরিয়ার মতো দেশগুলোর অধিকারের উপর জোর দেননি।

ডোনাল্ড ট্রাম্প জাতি গঠন এবং মানবাধিকারের উপর চাপ সৃষ্টির ধারণাগুলোকে প্রত্যাখ্যান করেছেন, যা একসময় অন্যান্য মার্কিন প্রেসিডেন্টরা সমর্থন করেছিলেন।
এ সময় ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সম্পর্কে ট্রাম্প বলেন, ‘আমি তাকে অনেক পছন্দ করি, অনেক অনেক পছন্দ করি।’
সৌদি আরবের আধুনিকীকরণের প্রশংসা করে ট্রাম্প বলেন, বিশ্বের সবচেয়ে উঁচু আকাশচুম্বী ভবনগুলোর মধ্যে একটি সৌদি নির্মাণের বলে উল্লেখ করেছেন।
এছাড়া বক্তৃতায় তিনি সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সিরিয়ার নতুন নেতা আহমেদ আল-শারার সাথে দেখা করার জন্য কথাও জানানো হয়।
এদিকে সৌদি আরবে পৌঁছে ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র চুক্তি করেন ট্রাম্প।