স্কটিশদের পরে এবার ডাচদের হারালেন রোহিতরা

Spread the love

গত সোমবার কুশল ভুর্তেল ও করণ কেসির জোড়া হাফ-সেঞ্চুরিতে ভর করে স্কটল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ে নেপাল। বুধবার ফের স্মরণীয় জয় পেল নেপাল। এবার আইসিসি মেনস ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ টু-এর ম্যাচে নেপাল পরাজিত করে নেদারল্যান্ডসকে। সৌজন্যে আরিফ শেখের দাপুটে ব্যাটিং।

ফোর্টহিলে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে নেদারল্যান্ডস। তারা ৪৯.১ ওভারে ২২৫ রানে অল-আউট হয়ে যায়। হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন নোয়া ক্রোস ও ক্যাপ্টেন স্কট এডওয়ার্ডস। নোয়া ৫৫ বলে ৪৮ রান করেন। তিনি ৫টি চার মারেন। এডওয়ার্ডস ৭১ বলে ৪৬ রান করেন। মারেন ৪টি চার। এছাড়া বিক্রমজিৎ সিং ৩৮ রানের যোগদান রাখেন।

নেপালের হয়ে ৪৮ রানে ৩টি উইকেট নেন সোমপাল কামি। সন্দীপ লামিছানে ৪৮ রান খরচ করে ২টি উইকেট দখল করেন। ৩০ রানে ২টি উইকেট নেন ললিত রাজবংশী। ৩৫ রান খরচ করে একজোড়া উইকেট তুলে নেন করণ কেসি।

পালটা ব্যাট করতে নেমে নেপাল ৪৭.১ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২২৬ রান তুলে ম্যাচ জিতে যায়। আরিফ শেখ লড়াকু হাফ-সেঞ্চুরি করেন। তিনি ৯৯ বলে ৭৮ রান করে সাজঘরে ফেরেন। মারেন ৭টি চার ও ২টি ছক্কা। ৫১ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন দীপেন্দ্র সিং আইরি। তিনি ৩টি চার মারেন।

এছাড়া কুশল ভুর্তেল ২৫, আসিফ শেখ ১৯, ভীম শারকি ১১, ক্যাপ্টেন রোহিত পাউডেল ২৩ ও গুলশান ঝা ১১ রান করেন। ডাচদের হয়ে ৪৩ রানে ২টি উইকেট নেন মাইকেল লেভিট। ম্যাচের সেরা হন আরিফ শেখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *