স্কোয়াডে কারা? ঘোষণা হয়ে গেল SAর A টিমের বিরুদ্ধে ভারতীয় A দল

Spread the love

বিরাট কোহলির ৩৭ তম জন্মদিনেই এল খবর। ঘোষণা হয়েছে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিরুদ্ধে একদিনের ম্যাচে ভারতের ‘এ’ দল। সদ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অজিভূমে একদিনের ম্যাচে ‘ম্যান অফ দ্য সিরিজ’ হয়ে আসা প্রাক্তন ক্রিকেট অধিনায়ক রোহিত শর্মাও নেই ভারতের একদিনের ম্যাচের ‘এ’ দলে। এদিকে, রঞ্জিতে বোলিং ভেল্কি দেখানো মহম্মদ শামিও পাননি ডাক। তবে বাংলা থেকে আরও এক ক্রিকেটার টিমে জায়গা করে নিয়েছেন।

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিরুদ্ধে ভারতীয় ‘এ’ দল ২২ গজের লড়াইতে নামবে রাজকোটে। আগামী ১৩, ১৬, ১৯ নভেম্বর রয়েছে এই দুই টিমের ম্যাচ। ভারতীয় স্কোয়াডের নেতৃত্বে রয়েছেন তিলক বর্মা। টিমে রয়েছেন ভারতের টি২০ ওপেনার অভিষেক শর্মাও। বাংলা থেকে টিমে ডাক পেয়েছেন আকাশদীপ। রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে আয়োজিত হতে চলা এই ম্যাচে ভারত ও দক্ষিণ আফ্রিকার ‘এ’ দল কার্যত ঝালিয়ে নেবে নিজেদের শক্তি। এদিকে, ৩৮ বছর বয়সী রোহিত ও আজই ৩৭ বছরের জন্মদিন উজ্জাপন করা বিরাট এই টিমে না থাকা নিয়ে বেশ কিছুটা জল্পনা রয়েছে। উল্লেখ্য, রোহিত ও বিরাট দুজনকেই শেষবার ২৫ অক্টোবর অস্ট্রেলিয়ার মাটিতে সেদেশের বিরুদ্ধে ২২ গজে নামতে দেখা যায়। যে ম্যাচে ১২১ রানে নট আউট থেকে ‘ম্যান অফ দ্য ম্যাচ’র পুরস্কার রোহিত জিতে নেন। ম্যাচ পকেটে পুরে নেয় ভারত। ওই ম্যাচেই রানে ফেরেন বিরাট। তার আগের দুটি একদিনের ম্যাচে বিরাটের স্কোর ছিল ‘ডাক’ (শূন্য)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচে ৮১ বল-এ ৭৪ রান করেন বিরাট। অন্যদিকে, সদ্য দু’টি রঞ্জি ম্যাচে ১৫ উইকেট নেন শামি। তবে ত্রিপুরার বিরুদ্ধে ২৫ ওভার বল করেও একটিও উইকেট পাননি তিনি।

একনজরে দেখা যাক ভারতীয় ‘এ’ দল:-

তিলক বর্মা (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড় (সহ অধিনায়ক), অভিষেক শর্মা, রিয়ান পরাগ, ইশান কিশান (ডব্লিউকে), আয়ুশ বাদোনি, নিশান্ত সিন্ধু, বিপ্রজ নিগম, মানব সুথার, হর্ষিত রানা, আরশদীপ সিং, প্রসিদ কৃষ্ণ, খলিল আহমেদ, প্রভসিমরান সিং (উইকেট কিপার)।

টেস্ট টিম!

ঘোষণা হয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের টেস্ট টিম। সেখানেও জায়গা হয়নি বিরাট, রোহিতের। ক্যাপ্টেন শুভমনই রয়েছেন। ফিরেছেন পন্থ।

দেখা যাক, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের টেস্ট টিম:-

শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পান্ত (উইকেটকিপার) (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুধারসন, দেবদত্ত পাডিক্কল, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, জাসপ্রিত বুমরাহ, অক্ষর প্যাটেল, নীতীশ কুমার রেড্ডি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *