স্ত্রীর মুখে আ্যসিড ছুঁড়ল বর

Spread the love

ফোনে তারস্বরে বেজে চলেছে গান‌। গান শুনছেন স্বামী। তীব্র আওয়াজ হচ্ছে বলে সাউন্ড কমাতে বলেছিল স্ত্রী। আর তার জন্যই চরম শাস্তি পেতে হল তাঁকে। বাথরুম সাফ করার অ্যাসিড ঢেলে দেওয়া হল তাঁর গায়ে‌।

মহিলার মুখ ও মাথায় অ্যাসিড ছোঁড়া হয়

বেঙ্গালুরু পুলিশ শনিবার সংবাদমাধ্যমকে জানিয়েছে, গত ১৯ মে সোমবার উত্তর বেঙ্গালুরুর সাইডাহালির এনএমএইচ লেআউটে এই ঘটনা ঘটে। ৪৪ বছরের ওই মহিলার মুখ ও মাথায় অ্যাসিড ছোঁড়া হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয় দ্রুত‌। আপাতত বিপদ থেকে মুক্ত হয়েছেন তিনি।

ঠিক কেন এই আক্রমণ?

পুলিশের কথায়, ওই মহিলা পেশায় বিউটিশিয়ান। সোমবার রাত ৯ টা নাগাদ এই ঘটনা ঘটে। ঠিক কী ঘটেছিল সেদিন? পুলিশ জানাচ্ছে, রাতের ওই সময়ে স্বামী তাঁর কাছ থেকে মদ কেনার টাকা চায়। কিন্তু তিনি দিতে রাজি হননি। এই সময়েই অভিযুক্ত ব্যক্তি তাঁকে হেনস্থা করতে শুরু করে। কিছুক্ষণ হেনস্থার অবশেষে তাঁকে টাকা দিতে বাধ্য হন মহিলা।

বচসা থেকে চরম আক্রমণ

এর পর মদ খেয়ে মাতাল হয়ে বাড়ি ফেরেন অভিযুক্ত। ফেরার পরেই তারস্বরে ফোনে গান চালিয়ে শুনতে শুরু করেন। ধৈর্যের বাঁধ ভেঙে যায় মহিলার। তিনি ফোনের সাউন্ড কমাতে বলেন। কিন্তু সাউন্ড কমাননি অভিযুক্ত। এখান থেকেই বচসা শুরু হয়। তর্কাতর্কি এমন পর্যায়ে পৌঁছায় যে অভিযুক্ত বাথরুম থেকে অ্যাসিড এনে মহিলার মুখে ঢেলে দেয়।

হাসপাতালে চিকিৎসাধীন

তীব্র জ্বালা যন্ত্রণায় রীতিমতো কাতরাতে থাকেন মহিলা। প্রাণরক্ষার জন্য চেঁচামেচি করতেই বাড়ি থেকে পালিয়ে যায় অভিযুক্ত। পরে প্রতিবেশীরা চেঁচামেচি শুনে ছুটে আসে‌। আহত মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আপাতত তিনি চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *