মঙ্গলবার ভারতীয় সময় দুপুর তিনটে বেজে এক মিনিটে পৃথিবীতে ফিরেছেন ইতিহাস তৈরি করা ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লা। তাঁর আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে তাঁর নির্বিঘ্ন প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত হন সাধারণ ভারতবাসী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘরের ছেলে ঘরে ফেরায় আনন্দাশ্রু দেখা গিয়েছিল শুভাংশুর মা-বাবার চোখে। এবার ১৮ দিনের মহাশূন্যতা ডিঙিয়ে আরও বেশি করে মায়ার বন্ধনে শুভাংশু। বুধবার তিনি মিলিত হলেন স্ত্রী এবং পুত্র সন্তানের সঙ্গে। দেখা মাত্র স্ত্রী-পুত্রকে বুকে জড়ালেন গ্রুপ ক্যাপটেন।
