স্থগিত নদিয়ার কালিগঞ্জ বিধানসভা উপনির্বাচন

Spread the love

ভারত–পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। বৃহস্পতিবার রাতেও দু’‌পক্ষের মধ্যে লাগাতার আক্রমণ চলে। তবে মনে রাখতে হবে শুরুটা করেছিল পাকিস্তান। যার জবাব দিয়েছে ভারত। তিনটি যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে ভারত। আর শ্রীনগর বিমানবন্দর এবং বিশ্ববিদ্যালয়ে যে আক্রমণ করেছিল পাকিস্তান তাও বানচাল করে দেয় দক্ষ ভারতীয় সেনাবাহিনী। তার উপর বাংলার চিকেনস নেক শিলিগুড়ি করিডরে বেড়ে গিয়েছে নিরাপত্তা। সেখানে বসানো হয়েছে মিসাইল লঞ্চার। এই আবহে স্থগিত নদিয়ার কালিগঞ্জ বিধানসভার উপনির্বাচন!‌ নির্বাচন কমিশন সূত্রে খবর।

২০২৬ সালে বাংলায় বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে এই উপনির্বাচন ছিল অনেকটা লিটমাস টেস্টের মতো। কোন দলের কতটা ক্ষমতা তা দেখে নেওয়া যেত। কিন্তু একটা উপনির্বাচনের থেকে দেশের স্বার্থ সবার আগে। আর এই কথা মাথায় রেখেই উপনির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন বলে সূত্রের খবর। কারণ এই উপনির্বাচন এখন হলে দুটি সমস্যা দেখা দিতে পারে। এক, পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে ভোট করানো সম্ভব হয়ে উঠবে না। দুই, পাকিস্তানের হামলা যদি বাংলায় এসে পড়ে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়া কঠিন হবে।

কেন এই উপনির্বাচন করতে হচ্ছিল? বাংলার বহু সাধারণ মানুষের কাছে এই প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে। ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি প্রয়াত হন কালিগঞ্জের তৃণমূল কংগ্রেস বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ। তখন থেকেই এই আসনটি খালি হয়ে রয়েছে। এখন নিয়ম অনুযায়ী, ৩১ জুলাইয়ের মধ্য়ে উপনির্বাচন করাতে হবে নির্বাচন কমিশনকে। কিন্তু মে মাসের শুরুতেই দেশের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। তবে এখন পরিস্থিতি ঘোরালো হয়ে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের দিনক্ষণ নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়নি।

নির্বাচন কমিশন সূত্রে খবর ছিল, ভূতুড়ে ভোটার নিয়ে অভিযোগ উঠেছিল। ভুয়ো এপিক কার্ড রয়েছে বলে অভিযোগ তোলেন দেশের বিরোধী রাজনৈতিক দলগুলির নেতা–নেত্রীরা। তাই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের জন্য স্পেশাল সামারি রিভিশন করা হবে। আর তা করতে জেলা প্রশাসনিক অফিসারদের এই মর্মে নির্দেশ দেওয়া হয়ে গিয়েছে। সূত্রের খবর, গত ৮ এপ্রিলের মধ্যে খসড়া তালিকা প্রকাশ করার কথা ছিল এবং ৫ মে তারিখের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে বলে হয়েছিল। তারপরই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে বলে জানানো হয়েছিল। কিন্ত প্রতিকূল পরিস্থিতিতে আপাতত স্থগিত কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *