স্বর্ণমন্দিরে এয়ার ডিফেন্স গান রাখা হয়নি! জানাল ভারতীয় সেনা

Spread the love

অমৃতসরের স্বর্ণমন্দিরে কোনওরকম সমরাস্ত্র রাখা হয়নি বলে স্পষ্টভাবে জানিয়ে দিল ভারতীয় সেনা। মঙ্গলবার ভারতীয় সেনার তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, স্বর্ণমন্দিরে এয়ার ডিফেন্স গান রাখা হয়েছে বলে যে দাবি করা হচ্ছে, তা সম্পূর্ণ ভুয়ো। অমৃতসরের স্বর্ণমন্দির চত্বরে কোনও এয়ার ডিফেন্স গান বা এয়ার ডিফেন্সের কোনও অস্ত্রশস্ত্র বা সরঞ্জাম রাখা হয়নি বলে স্পষ্টভাবে জানিয়ে দিল ভারতীয় সেনা।

একই কথা বলেন স্বর্ণমন্দিরের প্রধান গ্রন্থী জ্ঞানী রঘবীর সিংও। তিনি বলেন, ‘কোনও সেনা কর্মকর্তা আমার সঙ্গে যোগাযোগ করেননি। কোনও বন্দুক মোতায়েনের বিষয়ে কথাও হয়নি, শ্রী দরবার সাহিবেও এমন কোনও ঘটনা ঘটেনি। আমি ২২ দিনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে ছুটি কাটাতে ছিলাম। ২৪ এপ্রিল গিয়েছিলাম এবং ১৪ মে ফিরে এসেছি। আমি চলে যাওয়ার পরেই সংঘর্ষ শুরু হয়েছিল এবং আমি ফিরে আসার আগেই শেষ হয়ে গিয়েছিল।’

অমৃতসরের সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে প্রাক্তন অকাল তখৎ জাতেদার গিয়ানি রঘবীর সিং জানিয়েছেন যে ‘শ্রী হরমন্দর সাহেবে ব্ল্যাকআউট বাস্তবায়নে এসজিপিসি সরকারের সঙ্গে সহযোগিতা করেছে।’

অন্যদিকে, অতিরিক্ত প্রধান গ্রন্থি গিয়ানি অমরজিৎ সিং-এর মাধ্যমে এসজিপিসি একটি সরকারি বিবৃতিও জারি করেছে। গিয়ানি রঘবীর সিং-এর অনুপস্থিতিতে স্বর্ণমন্দিরের দায়িত্বে ছিলেন। তিনি স্পষ্ট করে বলেছেন, স্বর্ণমন্দিরের তরফে বাইরের আলো বন্ধ করে জেলা প্রশাসনের ব্ল্যাকআউট সিদ্ধান্তে সহযোগিতা করা হয়েছিল। কিন্তু, ধর্মীয় আচরণবিধি পালনে কোনও ত্রুটি ছিল না। মন্দিরের ভিতরে আলো জ্বলছিল। নিশ্চিত করেছেন যে, স্বর্ণমন্দিরে কোনও সমরাস্ত্র মোতায়েন ছিল না।

এসজিপিসি সভাপতি হরজিন্দর সিং ধামি বলেন, ‘কোনও সেনা অধিকারিক আমাদের সঙ্গে যোগাযোগ করেননি এবং মন্দিরে কোনও বিমান ক্ষেপণাস্ত্ররোধী বন্দুকও বসাতে দেওয়া হয়নি।’ তাঁর দাবি, ব্ল্যাকআউটের সময়ও ভক্তরা তাঁদের স্বেচ্ছা-সেবা অব্যাহত রেখেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *