স্বামী-ছেলেকে নিয়ে ভিন রাজ্যে কেমন কাটল শুভশ্রীর জন্মদিন?

Spread the love

৩ নভেম্বর, দিনটা শুভশ্রীর ভক্তদের কাছে স্পেশাল একটা দিন কারণ এই দিনেই পৃথিবীর আলো দেখেছিলেন সকলের প্রিয় শুভশ্রী। দেখতে দেখতে ৩৫ বছরে পদার্পণ করলেন অভিনেত্রী। তবে এই বছর আর সেই ভাবে জন্মদিন সেলিব্রেশন করা হল না অভিনেত্রীর।আসলে এই মুহূর্তে শুভশ্রী ব্যস্ত তাঁর নতুন ছবি ‘ওয়েটিং রুম’ ছবির শ্যুটিং নিয়ে। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবিতে অভিনয় করছেন তিনি। এই ছবির জন্যই জন্মদিনের দিনেও শহর ছাড়া হতে হয়েছে অভিনেত্রীকে।এই মুহূর্তে অভিনেত্রী রয়েছেন ঝাড়খন্ডে। ভীষণ ব্যস্ততার মধ্যেই কেটেছে গোটা দিন। তবে বাড়িতে না থাকলেও স্ত্রীকে চমক দেওয়ার জন্য ছেলেকে সঙ্গে নিয়ে ঝাড়খন্ড পৌঁছে গিয়েছিলেন রাজ। যদিও ইয়ালিনি এখন বড্ড ছোট বলে তাকে সঙ্গে নেননি পরিচালক।

সারাদিনের কাজের ব্যস্ততার পর সন্ধ্যায় ছেলে এবং স্বামীকে নিয়ে কেক কাটতে দেখা গেল অভিনেত্রীকে। জন্মদিনের সন্ধ্যায় একটি গোলাপি রঙের টপ এবং জিন্সের প্যান্ট পরেছিলেন তিনি। ছেলে এবং বাবা দুজনেই পরেছিলেন কালো রঙের জামা।

জন্মদিনের সন্ধ্যার সেই সুন্দর মুহূর্ত পোস্ট করতে দেখা যায় রাজকে। রাজ যে ভিডিয়োটি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে, কেক কাটার আগে ঈশ্বরকে জানিয়ে প্রার্থনা করলেন শুভশ্রী। প্রার্থনার শেষে ছেলেকে সঙ্গে নিয়ে কেক কাটলেন তিনি।

তবে এই কেক কাটার মধ্যেই চলতে থাকলেও ইউভানের খুনসুটি। কেক কাটা হতেই মায়ের হাত থেকে ছুরি নেওয়ার বায়না করতেই বকা খেল সে। মায়ের বকা খেয়ে সঙ্গে সঙ্গে ছুরি ছেড়ে দিয়ে বাধ্য ছেলের মত মায়ের পাশে বসে ইউভান।

কেক কাটিং পর্ব সম্পন্ন হওয়ার পর স্বামী এবং সন্তানকে কেক খাইয়ে দেন শুভশ্রী। টেবিলে একগুচ্ছ ফুলের মধ্যে দেখতে পাওয়া যায় ছেলের হাতে আঁকা একটি মিষ্টি বার্থডে কার্ড। কিন্তু এই বিশেষ দিনে বড্ড বেশি মেয়েকে মিস করেছেন শুভশ্রী।

প্রসঙ্গত, জন্মদিনের এই বিশেষ দিনে নৈহাটিতে পুজো দিতে পারেননি শুভশ্রী। তবে অভিনেত্রীর হয়ে ফ্যান ক্লাবের তরফ থেকে পুজো দিয়ে দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয় সেই ছবি। সব মিলিয়ে শুভশ্রীর জন্মদিন যে বেশ ভালই কেটেছে তা বলাই বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *