স্বামী নেই! ভুতুড়ে বাড়িতে লড়াই ননদ-বৌদির

Spread the love

বাংলা হোক বা হিন্দি, হরর মুভির প্রতি দর্শকদের ভালোবাসা চিরকালই বেশি। তেমনি একটি ভৌতিক ছবির হাত ধরে এবার বড় পর্দায় ফিরতে চলেছেন শতাব্দী রায়। শতাব্দীর সঙ্গ দেবেন ঋতাভরী চক্রবর্তী। আগামী ৬ জুন বড় পর্দায় মুক্তি পাবে ছবিটি। তার আগে মুক্তি পেল ছবির ভয় ধরানোর ট্রেলার।

ছবির ট্রেলার প্রসঙ্গে

সিনেমায় শতাব্দীর চরিত্রের নাম স্বপ্না এবং ঋতাভরীর চরিত্রের নাম বৃষ্টি। বৃষ্টির স্বামী একটি বিশাল বড় বাড়ি কিনেছিলেন, যেখানে এখন বৃষ্টি একাই থাকে। তবে ভাইয়ের মৃত্যুর পর বাড়িতে এসে থাকা শুরু করে ননদ। কিছুদিন যেতে না যেতেই ননদ বুঝতে পারে, বাড়িতে অলৌকিক ব্যাপার রয়েছে।

এরপরে চলতে থাকে বিভিন্ন অলৌকিক ঘটনা। বৃষ্টি ব্যাপারটাকে পাত্তা না দিলেও বৃষ্টির ননদ বুঝতে পারে, বাড়িতে যা ঘটনা ঘটছে তার পেছনে রয়েছে কোনও অশরীরী আত্মা। কিন্তু সে কে?

বাড়ির কর্তার অনুপস্থিতি থাকলেও ননদ এবং বৌদি একে অপরকে জড়িয়ে ধরে দিন কাটায়। লড়াই করে অজানা অলৌকিক শক্তির সঙ্গে। তবে শতাব্দীর মুখে বাৎসরিক কথাটি শুনে বেশ বোঝা যায়, বৃষ্টির স্বামীর মৃত্যুর এক বছর এখনও হয়নি।তবে কি বৃষ্টির স্বামী এই সব কিছুর পেছনে রয়েছে? এই অলৌকিক ঘটনার নেপথ্যে কি রয়েছে ভালোবাসা? নাকি অন্য কোনও কারণ? হাড় হিম করা এই ট্রেলার দেখে যদি আপনি ভয় পেয়ে যান তাহলে অপেক্ষা করুন, আগামী ৬ জুন বড় পর্দায় আসতে চলেছে গোটা সিনেমাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *