স্বামী বিবেকানন্দের স্মৃতি বিজড়িত টাউন ক্লাবকে সাফল্যের শিখরে নিয়ে যেতে চান প্রাক্তন জাতীয় ফুটবলার হাবিবুর রহমান মন্ডল। বর্তমানে তিনি টাউন ক্লাবের ফুটবল দলের কোচের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। কলকাতা ময়দানের টাউন ক্লাবের প্রতিটা কোণে স্বামী বিবেকানন্দের স্মৃতি জড়িয়ে রয়েছে। এটি ময়দানের অতি পুরনো ক্লাবের একটি। এই ক্লাবের ইতিহাস, স্মৃতি ও গর্ব একে অপরের সঙ্গে জড়িয়ে রয়েছে। টাউন ক্লাব বর্তমানে কলকাতা লিগে দ্বিতীয় ডিভিশনে খেলবে। আর এই সময়ে ক্লাব কর্তারা দলের কোচিং দায়িত্ব তুলে দিয়েছেন কলকাতা ময়দানের সফল ফুটবলার হাবিবুর রহমান মন্ডলের কাঁধে।
দলের কোচিং দায়িত্ব হাতে পেয়েই প্রথমে টিম গোছাতে শুরু করেছেন হাবিবুর। তার জন্য তিনি নিজের সতীর্থদেরও পাশে পেয়ে গিয়েছেন। অ্যালভিটো ডি’কুনহা থেকে লালম পুইয়া সকলকে টাউন ক্লাবে হাবিবুরের কাজ দেখতে আসছেন ও বন্ধুকে এগিয়ে যাওয়ার সাহস ও ভরসা দিচ্ছেন। হাবিবুরও টাউন ক্লাবে অ্যালভিটো লালমদের নিয়ে এসে দলের জুনিয়ার ফুটবলারদের অনুপ্রাণিত করছেন।

হাবিবুরের পাশে এসে দাঁড়িয়েছেন ষষ্ঠী দুলেও। টাউন ক্লাবে হাবিবুরের অনুশীলনের সময়ে প্রাক্তন ফুটবলার ষষ্ঠী দুলে বন্ধুর সঙ্গে দেখা করে যান। হাবিবুরও তার সতীর্থদের পাশে পেয়ে বেশ অভিভূত।হাবিবুর রহমান মন্ডল নিজের অনুশীলনে এই মুহূর্তে ফুটবলার বেছে নিচ্ছেন। রাজ্যের বিভিন্ন গ্রাম থেকে আসা ফুটবলারদের নতুন স্বপ্ন দেখাচ্ছেন হাবিবুর। তাদের মধ্যেই নিজের অতীতকে খুঁজে পাচ্ছেন তিনি। এর পাশাপাশি নিজের আগুনকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন হাবিবুর।টাউন ক্লাবের কর্তারাও হাবিবুর রহমান মন্ডলের উপর ভরসা করছেন। হাবিবুর নিজের কোচ অনন্ত ঘোষকেও এই লড়াইয়ে পাশে পেয়েছেন। টাউন ক্লাবের দল বাছতে অনন্ত ঘোষের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান হাবিবুর। ছাত্রের ডাকে সারা দিয়েছেন সাই-এর প্রাক্তন কোচ। এখন দেখার হাবিবুর নিজের স্বপ্নে কতটা সফল হতে পারেন।