বীরভূমের তারাপীঠে অনুষ্ঠিত রামপুরহাট-২ ব্লকের তৃণমূল মহিলাকর্মী সম্মেলনে কড়া হুঁশিয়ারি দিলেন দলের সংসদ সদস্য শতাব্দী রায়। তাঁর হুঁশিয়ারি, যাঁরা নিজের দায়িত্ব পালন করতে পারবেন না, তাঁদের ভোটে প্রার্থী হওয়া উচিত নয়। পঞ্চায়েতে মহিলাদের আসন বেড়েছে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় দায়িত্ব সামলাচ্ছেন তাঁদের স্বামী, ভাই বা শ্বশুর। জনগণ যে আস্থা রেখেছে সেই আস্থা রাখতে মানুষকে সেবা করতে হবে অপব্যবহার নয়।
সভায় শতাব্দী বলেন, অনেক পঞ্চায়েত সদস্যা নিজের এলাকায় পরিচিত তথ্যই জানেন না, প্রচারের জায়গায় প্রার্থী না এসে স্বামীকে দিয়ে প্রচারের ঘটনাও চোখে পড়ে। তাঁর কথায়, যে বুঝে কাজ করতে পারবেন না, তাঁর প্রার্থী হওয়া উচিত নয়, যারা পারবেন তাঁদের সামনে অনুপ্রাণিত করে তুলতে হবে। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলাদের ক্ষমতায়নের নীতি তুলে ধরে বলেন, রাজ্যে মহিলা প্রতিনিধিত্ব বাড়ানো হয়েছে এবং সেটিকে যথার্থভাবে ব্যবহার করতে হবে।
এদিকে এ নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। দলের এক নেতার কটাক্ষ, বকলমে পঞ্চায়েত চলে, এখন তা প্রকাশ্যে এল। একই সভায় তৃণমূলের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও এসআইআর নিয়ে রাজনৈতিক বিতর্ক ও সীমান্ত-সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে বক্তব্য রাখেন। বলেন, পাঁচ রাজ্যে ভোট চলাকালীন বিজেপি-শাসিত অসমকে ছাড়া অন্য চারটি রাজ্যে এসআইআর চালানো হচ্ছে। এটিই বিরোধীদের চক্রান্ত। বিদেশি অনুপ্রবেশ আসলে তা শুধুই পশ্চিমবঙ্গ নয় বলেই প্রশ্ন তোলেন তিনি। দাবি করেন, এসব অপপ্রচারের জোরে তৃণমূলকে হারানো যাবে না।
