স্বামী শাহনাওয়াজকে পাশে নিয়ে প্রথমবার ছেলের মুখ দেখালেন ‘গোপী বহু’ দেবলীনা

Spread the love

২০২২-এ মুসলিম জিম প্রশিক্ষক শাহনাওয়াজ শেখকে বিয়ে করে চর্চায় উঠে এসেছিলেন টেলিপর্দার ‘গোপী বহু’ দেবলীনা ভট্টাচার্য। যদিও এই বিয়েতে ধর্মান্তরিত হননি অভিনেত্রী। বিয়ের পরও নিজের ধর্মের রীতিনীতি পালন করতে দেখা গিয়েছে তাঁকে। এরপর ২০২৪এর ডিসেম্বরে পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন দেবলীনা। ছেলের নাম রাখেন জয়। তবে জন্মের পর থেকে ছেলের মুখ দেখাননি তিনি। তবে এবার ছেলের অন্নপ্রাশনের অনুষ্ঠানে সামনে আনলেন ছোট্ট জয়কে। পোস্ট করলেন একগুচ্ছ ছবি।

ইনস্টাগ্রামে ছেলের অন্নপ্রাশন অনুষ্ঠানের ছবিও পোস্ট করেছেন দেবলীনা ভট্টাচার্য। এক্কাবারে বাঙালি রীতিনীতি প্রথা মেনে ছেলের মুখে ভাত দিলেন অভিনেত্রীর ভাই। আর এবারই প্রথমবারের মতো জয়ের মুখ দেখা গেল। ‘দেবো’র সঙ্গে দেখা গেল তাঁর স্বামী শাহনওয়াজকেও।

তাঁরা পূর্ণ আনুষ্ঠানিকতার সঙ্গে সমস্ত রীতিনীতি পালন করেছেন। দেবলীনার ঘনিষ্ঠ বন্ধুরাও এই আচারে যোগ দিয়েছিলেন। ইনস্টাগ্রামে অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন সমস্ত অনুরাগীরা। ছবিতে দেখা যাচ্ছে, অন্নপ্রাশনে ছোট্ট জয়কে সাদা ধুতি-পাঞ্জাবি আর টোপর পরিয়ে এক্কেবারে ‘বর’ বেশে সাজিয়েছেন দেবলীনা। কপালে চন্দনের টিপ, একই সঙ্গে ‘নজর না লাগে’ এই ভাবনায় কালো টিপও পরিয়েছেন দেবলীনা । অভিনেত্রীর সঙ্গে দেখা গিয়েছে তাঁর পরিবারের আত্মীয়স্বজনকেও। প্রথা মেনে অন্নপ্রাশন অনুষ্ঠানের পুজোর আয়োজন করেন তিনি।

দেবলীনাকে এদিন বাদামী রঙের শাড়ি আর হালকা সোনার গয়নায় সাজতে দেখা গিয়েছে। পাঞ্জাবিতে দেখা গিয়েছে শাহনাওয়াজ শেখকেও। মঙ্গলবার জয়ের অন্নপ্রাশন দেবলীনা ভট্টাচার্যের জন্য একটি বিশেষ দিন ছিল। বাঙালি প্রথা অনুসারে এইদিন শিশুকে প্রথমবার ভাত খাওয়ানো হয়। এরপর শিশু একটু একটু করে শক্ত খাবার খেতে পারে।

ছবিগুলি পোস্ট করে দেবলীনা লিখেছেন, ‘হাতজোড় করে এবং হৃদয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমরা আমাদের প্রিয় পুত্র জয়ের জন্য অন্নপ্রাশনের আয়োজন করেছি। প্রথমবারের মতো জয়কে খাবার (ভাত) খাওয়ালাম। মা অন্নপূর্ণা তাঁকে স্বাস্থ্য, জ্ঞান এবং পূর্ণ জীবন দান করুন। এটা একটা সুন্দর মাইলফলক এবং যা আজীবন স্মরণীয়।’

২০২২ সালে ভালোবেশে জিম প্রশিক্ষক শেহনাওয়াজ শেখকে বিয়ে করেন ‘গোপি বহু’ দেবলীনা ভট্টাচার্য। এরপর ২০২৪ সালের ১৮ ডিসেম্বর মা হন তিনি। বর্তামানে অভিনেত্রর ছেলের বয়স ছয় মাস। দেবলীনা তাঁর জিম প্রশিক্ষক ইসলাম ধর্মাবলম্বী শাহনওয়াজকে বিয়ে করেছেন। এমনকি আন্তঃধর্ম বিবাহের পরেও উভয়ই একে অপরের ধর্ম বিশ্বাসকে সম্মান করেন। এই বিষয়ে অভিনেত্রীর অনুগামীরাও তাঁর প্রশংসায় পঞ্চমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *