স্বাস্থ্যভবন উড়িয়ে দেওয়ার হুমকি ইমেলে

Spread the love

পহেলগাঁও হামলার ঘটনা এখনও মানুষের মনে দগদগে হয়ে রয়েছে। গোটা দেশ কেঁপে গিয়েছিল ওই হামলায়। যার জেরে ‘‌অপারেশন সিঁদুর’‌ অভিযান করে সেনাবাহিনী পাল্টা জবাব দিয়েছিল। তখন অবশ্য গোটা পাকিস্তানে থরহরিকম্প অবস্থা হয়েছিল। এই আবহে এবার স্বাস্থ্যভবন উড়িয়ে দেওয়ার হুমকি ইমেল এসে পৌঁছল বাংলায়। আইইডি বিস্ফোরণ করার হুমকি দিয়ে ইমেল এল ডেপুটি ডিরেক্টর হেলথ সার্ভিসের কাছে। আর এই ইমেলের খবর চাউর হতেই তৎপর হয়ে উঠল বিধাননগর থানার পুলিশ। আলোড়ন ছড়িয়ে পড়ল বঙ্গে।

পাকিস্তানের মুখোশ খুলে দিতে বাংলা থেকে বহুদলীয় সাংসদদের প্রতিনিধিদলে সামিল হয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাকিস্তানের বিরুদ্ধে কড়া ভাষায় বিদেশের মাটিতে বার্তা দিচ্ছেন তিনি। তাই কি এমন হুমকি ইমেল?‌ উঠছে প্রশ্ন। ওই হুমকি ইমেল থেকে জানা যাচ্ছে, চারটি আইইডি বিস্ফোরণ করার কথা বলা হয়েছে। এমনই হুমকি ইমেল পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। এই ইমেলের কথা প্রকাশ্যে আসতেই স্বাস্থ্য ভবন চত্বর জুড়ে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘিরে রাখা হয়েছে গোটা স্বাস্থ্যভবন চত্বর। তবে এটি ভুয়ো ইমেল বলে মনে করা হচ্ছে। কেউ ইচ্ছে করে পুলিশকে হেনস্থা করার জন্য এই হুমকি ইমেল পাঠিয়েছে। যদিও এই বিষয়টিকে হালকাভাবে একদম দেখছে না পুলিশ।

পাকিস্তানে যে আঘাত হানা হয়েছে তা শুকোতে বেশ সময় লাগবে। এটা সত্যি হলেও পাকিস্তান সহজে চুপ করে থাকবে না বলে মনে করছে সেনাবাহিনীও। তাই এমন হুমকি ইমেল পাকিস্তান থেকে এসেছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। ভারতের সঙ্গে সংঘাতের পর থেকেই সাইবার হামলার চেষ্টা করে চলেছে পাকিস্তান বলে সূত্রের খবর। বারবার ব্যর্থ হলেও ভারতীয় নানা সংস্থার ইমেল আইডি হ্যাক করার চেষ্টা করেছে পাক হ্যাকাররা বলেও খবর। এই হুমকি ইমেলের পিছনেও পাকিস্তানের যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

পাকিস্তান এবং চিন ভারতে সাইবার হানার চেষ্টা করে চলেছে বলে সূত্রের খবর। স্বাস্থ্য ভবন উড়িয়ে দেওয়ার হুমকি ইমেল নিঃসন্দেহে আতঙ্কের বাতাবরণ তৈরি করেছে। এই হুমকি ইমেলে পাকিস্তানের হ্যাকারদের থেকে আসা কিনা, সেটা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে ইমেলে হুমকির ভাষা বেশ কড়া বলেই সূত্রের খবর। তাই গোটা বিষয়টিকে কড়াভাবে দেখছে পুলিশও। কোনও ফাঁক যাতে না থাকে তাই কোমর বেঁধে নেমে পড়েছে পুলিশ। স্বাস্থ্যভবন চত্বরে চলছে চিরুণী তল্লাশি। বিধাননগর পুলিশের সাইবার শাখা এই তল্লাশি শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *