এবার হজযাত্রীদের গরমজনিত অসুস্থতা গত বছরের চেয়ে ৯০ শতাংশ কমেছে বলে দাবি করেছে সৌদি কর্তৃপক্ষ। গত শুক্রবার (৬ জুন) এক বিবৃতিতে এমনটা জানায় দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। বলা হয়েছে, সরকারের অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্য বিষয়ক কার্যকর পদক্ষেপ নেয়ায় এটা সম্ভব হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ছায়াযুক্ত এলাকার আয়তন বাড়ানো, হজযাত্রীদের গরমজনিত কষ্ট লাঘবে কুলিং সিস্টেমসহ পর্যাপ্ত পরিমাণে অবকাঠামোগত সুবিধা এবং সর্বোপরি সচেতনতার কারণে এবার গ্রীষ্মকালীন তীব্র গরম সত্ত্বেও হজযাত্রীদের মধ্যে অস্বস্তি ছিল কম।
গরম আবহাওয়ার দেশ সৌদি আরবে জুন মাসে গ্রীষ্মকাল থাকে। এ সময় দিনের বেলা তাপমাত্রা প্রায়ই ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। গত বছর হজ হয়েছিল জুনের মাঝামাঝি। অসহনীয় গরমে ১ হাজার ৩ শতাধিক মুসল্লি প্রাণ হারান। অসুস্থ হয়ে পড়েন আরও কয়েক হাজার।

চলতি বছর হজ শুরু হয় ৪ জুন। শেষ হয় ৬ জুন। সৌদি কর্তৃপক্ষের তথ্য মতে, এবার মোট ১৬ লাখ ৭৩ হাজার ২৩০ জন মুসল্লি হজ করেছেন। এর মধ্যে ১ লাখ ৬৬ হাজার ৬৫০ জন ছিলেন সৌদি নাগরিক। বাকিরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা।
অতিরিক্ত গরমের কারণে হজযাত্রীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সৌদি হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী তাওফিক আল-রাবিয়াহ। হজ পালন যেন নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন।