সোমবারের সাতসকাল গুলি চলল কলকাতায়। হরিদেবপুর এলাকায় কালীপদ মুখার্জী রোডে হামলার মুখে পড়েন এক মহিলা। ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। প্রাথমিক তদন্তে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে এক অভিযুক্তকে গ্রেফতারও করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকাল আনুমানিক সাড়ে ৬টা নাগাদ বাইকে চেপে আসা দুই যুবক পিছন থেকে ৩৮ বছর বয়সী মৌসুমি হালদারকে লক্ষ্য করে গুলি চালায়। পিঠে গুলি লেগে লুটিয়ে পড়েন মৌসুমী দেবী।
ঘটনার জেরে এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয়রাই দ্রুত তৎপর হয়ে মৌসুমী দেবীকে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যান। কিন্তু অবস্থার দ্রুত অবনতি হওয়ায় তাঁকে পরে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এলাকার বাসিন্দাদের বয়ান অনুযায়ী, ৩৮ বছর বয়সি মৌসুমি হালদার স্থানীয় বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীরা বাইকে চেপে এসে নিমেষে এই কাণ্ড ঘটিয়ে পালিয়ে যায়। কী কারণে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতেই পুলিশ তদন্ত শুরু করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ পুরনো শত্রুতা বা সম্পর্কের টানাপড়েনের দিকেই সন্দেহের আঙুল তুলছে। পুলিশ সূত্রে খবর, গুলি চালানো যুবকটি মৌসুমি দেবীর পূর্বপরিচিত। ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই হামলা হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
ঘটনার দ্রুত কিনারা করতে পুলিশ বাবলু ঘোষ নামের বছর ত্রিশের এক অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে। সম্ভাব্য সব দিক খতিয়ে দেখেই তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছে হরিদেবপুর থানার পুলিশ। উল্লেখ্য, এই ঘটনার মাত্র কয়েক দিন আগেই গত ২৭ অক্টোবর যাদবপুরের বিজয়গড়েও একই ধরনের ঘটনা ঘটেছিল, যেখানে এক যুবতীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তাতেও তাঁর প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছিল। হরিদেবপুরের এই ঘটনা ফের শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল।
