হল সিঁদুর দান! আদুরে অভিষেক বউকে ধরল জড়িয়ে! খেল চুমুও

Spread the love

মঙ্গলবার আইনি মতে এক হলেন অভিষেক বসু এবং শার্লি মোদক। ফুলকি-র সেটেই, প্রেম জমে ক্ষীর হয়েছিল দুজনের। আর সেটার আভাস মিললেও, শিলমোহর দেননি মোটেও। আর এই বিয়ের আয়োজনও হয়েছিল একদম লুকিয়ে। বিয়ের আগেরদিন, অভিষেক ও শার্লির আইবুড়োভাত খাওয়ার ছবি প্রকাশ্যে আনেন ফুলকি-র পরিচালক।

মঙ্গলবার সকালে হয় আশীর্বাদ ও বৃদ্ধি। আর রাতে আইনি কাগজে সইসাবুদ করলেন তাঁরা। অগ্নিসাক্ষী রেখে সাতপাক ঘোরা, অথবা কন্যাদানের মতো সামাজিক নিয়ম পালন করা না হলেও, রেজিস্ট্রির পর শার্লির সিঁথি সিঁদুরে রাঙিয়ে দেন অভিষেক।

বিয়ের জন্য পিচ রঙের লেহেঙ্গা বেছে নিয়েছিলেন শার্লি। খোলা চুল। সঙ্গে কুন্দনের গয়না। আর অন্য দিকে, অভিষেকের গায়ে ছিল ক্রিম রঙের শেরওয়ানি।

তা কেন গোপনে বিয়েটা করলেন? রেজিস্ট্রি করে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ‘ফুলকি’র রোহিতের জবাব, ‘আমি মহেন্দ্র সিং ধোনির ফ্যান। কথা কম কাজ বেশি।’ আর শার্লির তো চোখ ভরা জল। ধরা গলা আবেগে। বললেন, ‘আমি এখনও কথা বলতে পারছি না। মনে হচ্ছে একটু চিৎকার করে কাঁদতে পারলে হয়তো আবেগগুলো বেরিয়ে আসবে। নিজের আনন্দটা ভাষায় প্রকাশ করতে পারব।’ এরপর সেখানে উপস্থিত সংবাদমাধ্যমের অনুরোধে, নতুন বর আর কনে, কখনো একে-অপরকে চুমু খেলেন, কখনো ধরলেন জড়িয়ে। নতুন জীবন শুরুর যে আনন্দ, যে উচ্ছ্বাস, তা স্পষ্ট ধর পড়েছিল তাঁদের চোখেমুখে।

শহরের অভিজাত এলাকার একটি ব্যাঙ্কোয়েটে মঙ্গলবার আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানের। গোটা ফুলকি পরিবারকেই দেখা গেল বিয়েতে। এছাড়াও এসেছিলেন সুদীপ সরকার, অনিন্দিতা রায়চৌধুরী, জন ভট্টাচার্য, মিশমি দাসরা।

ফুলকি-তে শার্লির চরিত্রের নাম শালিনী, আর অভিষেক হলেন রোহিত। ধারাবাহিকে শালিনী আবার রোহিতের প্রাক্তন স্ত্রী। ধারাবাহিকে, দুজনের অনস্ক্রিন কেমিস্ট্রিতে ‘শত্রুতা’ দেখানো হলেও, ধীরে ধীরে জমে উঠেছিল বন্ধুত্ব। গাঢ় হচ্ছিল রসায়ন। আর বিয়ে করতেও যেন আর সময় নিলেন না দুজনে।

এর আগে একাধিক সম্পর্ক ভেঙেছে অভিষেকের। দিয়া মুখোপাধ্যায়ের সঙ্গে ছিলেন লম্বা সময় ধরে। ২০২১-এর অগস্টের দু’জনের ব্রেকআপের খবর সামনে আসে। এরপর অভিষেক সুরভি মল্লিকের প্রেমে পড়েন। দিয়ার সঙ্গে ব্রেকআপের তিন মাসের মধ্যেই সুরভির সঙ্গে সম্পর্কে থাকার আনুষ্ঠানিক ঘোষণাও সেরে ফেলেছিলেন নায়ক। ২০২৪ সালের ডিসেম্বরে তাঁদের বিয়ের কথাও ছিল। কিন্তু হঠাৎ প্রকাশ্যে আসে তাঁদের সম্পর্ক ভাঙার খবর।

অন্যদিকে, শার্লি এর আগে সম্পর্কে ছিলেন মৃত্যুঞ্জয় ভট্টাচার্যের সঙ্গে। সেই সম্পর্কও ভাঙে ২০২৪ সাল নাগাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *