হাইওয়েতে চলন্ত বাইকে প্রেমিকের সঙ্গে মাখামাখি তরুণীর

Spread the love

সাঁইসাঁই করে বাইক চালাচ্ছেন যুবক। সঙ্গে প্রেমিকা। আর এখানেই যত গণ্ডগলের সূত্রপাত। প্রেমিককে জাপটে ধরে ওই তরুণী বসেছেন বাইকের জ্বালানি ট্য়াঙ্কের উপরে। ভালোবাসার মানুষের বাহুডোরেই যেন তিনি হারিয়ে গিয়েছেন। চারপাশে কী ঘটছে তার কোনও খেয়ালই নেই। ঠিক যেন সিনেমার দৃশ্য। কিন্তু এ কোনও সিনেমা নয়। বাস্তবে বাইকে এমন কেরামতি দেখাতে গিয়ে মূল্য চোকাতে হল যুগলকে। ট্রাফিক পুলিশকে দিতে হয়েছে ৫৫ হাজারের জরিমানা। এই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই নিন্দা সরব হয়েছেন নেটিজেনরাও।

১৫ জুন ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডার নয়ডা এক্সপ্রেসওয়েতে। গতকাল থেকে ভিডিওটি নেটপাড়ায় ঘুরপাক খাচ্ছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, ভরা হাইওয়েতে বাইক ছোটাচ্ছেন যুবক। তাঁকে সামনে থেকে জাপটে জড়িয়ে ধরে বসে রয়েছেন তরুণী। পাশে যাঁরা গাড়ি নিয়ে যাচ্ছিলেন তাঁরা গোটা দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন। এই কেরামতি নজর এড়ায়নি ট্রাফিক পুলিশের। ট্রাফিক আইন ভাঙার অভিযোগে তাঁদের দু’জনকে ৫৫ হাজারের জরিমানা করা হয়।

এনিয়ে গৌতম বুদ্ধ নগরের পুলিশ কমিশনার (ট্রাফিক) লক্ষণ সিং যাদব জানিয়ছেন, সোশাল মিডিয়া ভিডিওটি ভাইরাল হয়েছে। ট্রাফিক আইন ভাঙার অপরাধে যুগলকে জরিমানা করা হয়েছে। তাঁরা যা করছিলেন তাতে যেকোনও মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারত। রাস্তায় অন্য যাঁরা ছিলেন তাঁরাও অস্বস্তি বোধ করছিলেন। ভিডিও দেখে নেটিজেনরাও ক্ষোভপ্রকাশ করেছেন। কেউ কেউ লিখেছেন, এই ধরনের স্টান্ট দেখিয়ে জীবন বাজি রাখার কোনও মানে হয় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *