হামাসের হামলার ৬৩৬ দিন পর কিবুটজ গেলেন নেতানিয়াহু

Spread the love

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। ইসরাইলের যেসব এলাকায় হামাস হামলা করেছিল তার মধ্যে অন্যতম ছিল দক্ষিণ ইসরাইলের কিবুটজ নির ওজ। ওই হামলার ৬৩৬ দিন পর প্রথমবারের মতো এলাকাটি পরিদর্শনে যান ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের ইতিহাসে সবচেয়ে মারাত্মক হামলার ৬৩৬ দিন পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রথমবারের মতো কিবুটজ নিরর ওজ পরিদর্শনে যান।

তবে কিবুটজে প্রবেশের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করে একদল স্থানীয় লোকজন। তারা নেতানিয়াহুকে লক্ষ্য করে ‘মিস্টার পরিতাজ্য’, ‘দুর্নীতিগ্রস্ত’, ‘পরিত্যক্ত’, ‘খুনি’ বলে স্লোগান দিতে থাকেন।

টাইমস অব ইসরাইল বলছে, বিক্ষোভকারীরা জড়ো হওয়ার পর যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিকল্প রাস্তা দিয়ে গাড়ি বহর নিয়ে কিবুটজ প্রবেশ করেন নেতানিয়াহু।

স্থানীয়দের অভিযোগ, অনেক আহ্বান সত্ত্বেও হামাসের হামলার পর বিধ্বস্ত কিবুটজ দেখতে আসেননি প্রধানমন্ত্রী।

প্রতিবেদনে বলা হয়, হামাসের ওই হামলায় কিবুটজে অন্তত ১০০ জনের বেশি নিহত হন। হামলার সময় অন্তত ৩২ জনকে জিম্মি করা হয়। এছাড়াও অনেকে আহত হয়েছেন।

এদিকে কিবুটজ নির ওজে হামাসের হাতে এক জিম্মির মায়ের সঙ্গে দেখা করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। এসময় তার স্ত্রী সারাকেও দেখা গেছে।

সামাজিক মাধ্যমে শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জিম্মি জাঙ্গাউকারের মা ইনাভ জাঙ্গাউকারের সঙ্গে কথা বলছেন। এসময় তাকে জড়িয়ে শান্তনা দিচ্ছেন নেতানিয়াহুর স্ত্রী সারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *