হাসপাতালের বসেই গলা ছেড়ে ‘যো ভেজি থি দুয়া…’ গাইল পবনদীপ

Spread the love

ইন্ডিয়ান আইডল সিজন ১২-এর বিজয়ী গায়ক পবনদীপ রাজন ৫ মে ভোরে আহমেদাবাদে একটি গাড়ি দুর্ঘটনায় গুরুত্বর আহত হন। এদিন প্রায় ভোর ৩টে বেজে ৪০ মিনিটে অ্যাক্সিডেন্টটি ঘটে ছিল। সেই সময় তাঁর চিকিৎসার একটি ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তবে বর্তমানে অনেকটাই সুস্থ আছেন গায়ক। আর সামান্য সুস্থ হয়েই হাসপাতালের বেডে বসে গান গাইলেন পবনদীপ।

সোমবার পবনদীপের ফ্যান পেজের পক্ষ থেকে একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যায় হাসপাতালের পোশাকে হাসপাতালের বেডে বসে তিনি। শরীরের একাধিক জায়গায় নানা রকমের যন্ত্র লাগালো। তবে আগের থেকে বর্তমানে বেশ ভালো আছেন তিনি। বেডে বসেই অরিজিতের গান ‘জো ভেজি থি দুয়া…’ গাইলেন গায়ক।

ফ্যানপেজটি তাঁর ভিডিয়ো পোস্ট করে লেখে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। তাছাড়াও ভিডিয়ো দেখে গায়কের অনুরাগীরাও ভালোবাসা ও নানা মন্তব্যে ভরে দিয়েছেন।

প্রসঙ্গত, পবনদীপ রাজন ইন্ডিয়ান আইডল সিজন ১২-এ সব দর্শকদের তাঁর গানে মাতিয়ে রেখেছিল। সিজন শেষে তিনি সেরার খেতাবও জিতেছিলেন। তার প্রাণোচ্ছ্বল গান, উদার কন্ঠস্বর, যে কোনও ধারার গান সাবলীল ছন্দে গাওয়ার ক্ষমতা সকলকে অবাক করেছিল। তিনি পাঁচজন কঠিন প্রতিদ্বন্দ্বী ফাইনালিস্ট অরুণিতা কাঞ্জিলাল, মহম্মদ দানিশ, সায়লি কাম্বলে, নিহাল টাউরো, এবং শানমুখা প্রিয়ার সঙ্গে জোর টক্কর দিয়ে জয়ের হাসি হেসে ছিলেন। পুরস্কার হিসেবে একটি গাড়ি এবং নগদ ২৫ লাখ টাকাও জিতে ছিলেন।

উত্তরাখণ্ড রাজ্যের চম্পাবত জেলার ছেলে পবনদীপ। তাঁর পরিবারের শিকড় সঙ্গীতের সঙ্গে জড়িয়ে। তাঁর মা সরোজ রাজন, বাবা সুরেশ রাজন এবং বোন জ্যোতিদীপ রাজন বিখ্যাত কুমাওনি লোকসঙ্গীতশিল্পী। পবনদীপ মাত্র ২ বছর বয়সে সর্বকনিষ্ঠ তবলা বাদকের পুরস্কারও জিতেছিলেন।

ইন্ডিয়ান আইডল জেতার আগে, পবনদীপ ২০১৫ সালে ‘দ্য ভয়েস ইন্ডিয়া’ জিতে ছিলেন। সেখানে তিনি গায়ক শানের দলের একজন প্রতিযোগী ছিলেন। ‘দ্য ভয়েস ইন্ডিয়া’ জিতে ৫০ লক্ষ টাকা পুরস্কার এবং একটি গাড়ি পুরস্কার হিসেবে পেয়েছিলেন গায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *