হাসিনার আমলের বন্দি বিনিময় চুক্তিতেই হাসিনাকে ফেরত নেবে বাংলাদেশ

Spread the love

দেশের প্রাক্তন তথা পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে(Sheikh Hasina) দেশে ফেরাতে মরিয়া বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে থাকা প্রশাসন। তার জন্য যা যা করা সম্ভব, তা যে তারা করবে, আজ (বুধবার – ১৪ মে, ২০২৫) তারই বার্তা দিলেন সেদেশের দুর্নীতি দমন কমিশন বা দুদক-এর চেয়ারম্যান মহম্মদ আবদুল মোমিন।

বাংলাদেশি সংবাদমাধ্যম অনুসারে – এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি দাবি করেন, শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরানো সম্ভব। এবং সেটা হাসিনার আমলে স্বাক্ষরিত হওয়া ভারত ও বাংলাদেশ সরকারের মধ্যে সম্পাদিত বন্দি বিনিময় চুক্তির দ্বারাই সম্ভবপর করা হবে। তেমনটা যাতে সম্ভব হয়, তা নিশ্চিত করতে ইতিমধ্যেই তাঁরা কাজ শুরু করে দিয়েছেন বলেও জানিয়েছেন মোমিন।

এদিকে, গত সোমবারই শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে রুজু হওয়া জুলাই গণহত্যা মামলার তদন্ত রিপোর্ট বাংলাদেশের সংশ্লিষ্ট বিচারালয় বা ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সংশ্লিষ্ট তদন্তে নাকি শেখ হাসিনার বিরুদ্ধে এমন প্রমাণ পাওয়া গিয়েছে, যা থেকে এটা স্পষ্ট হয়ে যাবে যে তিনিই জুলাই গণহত্যা চালানোর নির্দেশ দিয়েছিলেন!

তথ্য বলছে, গত সোমবার জমা পড়া এই তদন্ত রিপোর্টই হল শেখ হাসিনার বিরুদ্ধ রুজু হওয়া মামলাগুলির প্রথম তদন্ত রিপোর্ট। শোনা যাচ্ছে, এরপর নিয়ম মেনে চার্জশিট পেশ করা হবে। এবং তারপরই শেখ হাসিনা-সহ অন্যদের বিরুদ্ধে এই মামলার বিচার প্রক্রিয়া শুরু করা হবে।

এদিকে, শেখ হাসিনার পাশাপাশি তাঁর বোনঝি তথা প্রাক্তন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককেও দেশে ফেরানোর চেষ্টা শুরু করেছে বাংলাদেশের বর্তমান প্রশাসন। একটি প্রশ্নের উত্তর দুদক চেয়ারম্যান নিজেই সেকথা জানিয়েছেন।

তাঁর বক্তব্য হল, তদন্তের কাজে টিউলিপ সিদ্দিককে দুদক-এর পক্ষ থেকে তলব করা হয়েছিল। কিন্তু, তিনি তাতে সাড়া দেননি। কিংবা, তাঁর পক্ষ থেকে কোনও প্রতিনিধিও তিনি পাঠাননি। তাই, তিনি ইতিমধ্যেই তাঁর আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছেন। এই প্রেক্ষাপটে তাঁকে যাতে দেশে ফেরানো যায়, সেই চেষ্টা চলছে। এই কাজে ইন্টারপোলের সাহায্য নেওয়া হবে বলে জানিয়েছেন আবদুল মোমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *