হিন্দি প্রজেক্টে স্নেহার সঙ্গে জুটি বাঁধলেন বনি

Spread the love

এবার একটি হিন্দি প্রজেক্টে এবার জুটি বাঁধলেন বনি সেনগুপ্ত ও স্নেহা বসু। তবে সিনেমা নয় একটি হিন্দি মিউজিক ভিডিও ‘কাইসে বাতায়েঁ’ তে দেখা যাবে বনি-স্নেহাকে। যেটির পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক রানা আচার্য্য। পুরোপুরি রোমান্টিক এই গানটি গেয়েছেন শিল্পী রাজ বর্মন ও সায়ন্তনী ঘোষ। গানটির সুরকার ও গীতিকার পরিচালক রানা আচার্য্য নিজেই। এই প্রথম জুটিতে দর্শক দেখতে পাবে অভিনেতা বনি সেনগুপ্ত ও অভিনেত্রী স্নেহা বসুকে।

কেমন এই মিউজিক ভিডিয়োটির গল্প?

নির্মাতারা জানাচ্ছেন ‘কাইসে বাতায়েঁ’ গানের প্রতিটি লাইনে রয়েছে ভালোবাসা। আর মিউজিক ভিডিয়োতে উঠে আসা গল্পে দেখা যাবে কলকাতার বুকে বনি ও স্নেহা দুজনে অচেনা মানুষ। এক নীরব ভালোবাসার গল্পে জড়িয়ে পড়ে তাঁরা। শহরের কোলাহলের মাঝে, তাঁদের হঠাৎ দেখা হওয়ার পর এক নিঃশব্দ টান গড়ে ওঠে। যে অনুভূতি ধীরে ধীরে গভীর হয়।

প্রতিটি মুহূর্তে তাঁরা একে অপরকে একটু করে চিনতে শেখে, আর তাঁদের এই সম্পর্কটা হয়ে ওঠে আরও মায়াবী। কিন্তু জীবন সব সময় সেই পথে হাঁটে না, যেটা আমরা চাই। সময় ধীরে ধীরে তাঁদের আলাদা করে দেয়। একসময় একসঙ্গে যে হাসি ছিল, তা হয়ে যায় কিছুটা কষ্টের, কিছুটা মিষ্টি, তবে সেসব শুধুই স্মৃতি। তবুও ভালোবাসা কখনও হারায় না। যে সময় একদিন তাদের আলাদা করেছিল, সেই সময়ই একদিন তাদের আবার কাছে নিয়ে আসে। ‘কাইসে বাতায়েঁ’ গানের সুরে বাঁধা এই গল্প একটি হারানো ভালোবাসা, মনে রাখার ভালোবাসা, আর নতুন করে ফিরে পাওয়া ভালোবাসার কথা।

গানটির শ্যুটিং হয়েছে কলকাতা শহরে। গানটির প্রযোজনা করেছেন ‘নর্থ স্টার ফিল্ম এন্ড মিউজিক’ ও নন্দলাল সরকার।

এই মিউজিক ভিডিয়ো প্রসঙ্গে অভিনেতা বনি সেনগুপ্ত জানান ‘খুব ভালো একটা গান দর্শকরা উপহার পাবে। বলিউডে এই রকম একটা গানে স্নেহার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও দারুন। প্রেমের গানে রাজ বর্মন ও সায়ন্তনী ঘোষ দারুন। একইসঙ্গে পরিচালক রানা আচার্য্য ও ’নর্থ স্টার ফিল্ম এন্ড মিউজিক’ এর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুন। আশা করছি গানটা সবার ভালো লাগবে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *