হেরা ফেরি ৩ নিয়ে পরেশকে কী উপদেশ দিলেন জনি?

Spread the love

বলিউডের এমন একজন অভিনেতা যিনি চিরকাল কমেডি চরিত্রে অভিনয় করে মানুষকে হাসিয়েছেন, তিনি হলেন জনি লিভার। বিগত কয়েক দশক ধরে অনাবিল কমেডির মাধ্যমে মানুষকে আনন্দ দিয়েছেন তিনি। একজন অভিজ্ঞ কমেডিয়ান হিসেবে পরেশ রাওয়ালের হেরা ফেরি থ্রি ছবি ছেড়ে যাওয়ার বিষয়টি তিনি একেবারেই মেনে নিতে পারেননি।

সম্প্রতি টাইম নাউকে দেওয়া একটি সাক্ষাৎকারে জনি জানান, পরেশ রাওয়ালের ‘হেরা ফেরি ৩’ ছবি থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টি তিনি একেবারেই মেনে নিতে পারেননি। গোটা বিষয়টি নিয়ে পরেশ রাওয়াল কে আর একবার চিন্তা করার পরামর্শ দেন তিনি।

জনি বলেন, ‘আমার মনে হয় এই সিনেমাটি নিয়ে সকলের আর একবার কথা বলা উচিত। সকলের সঙ্গে পরেশ রাওয়ালের একবার বসে কথা বলা উচিত, বিষয়টি সমাধান করে নেওয়া উচিত নিজেদের মধ্যে কথা বলে। ভক্তরা, পরেশজিকে না দেখতে পেলে ভীষণ কষ্ট পাবেন। এই ছবিটি ওঁকে ছাড়া তৈরি হওয়া অসম্ভব। দর্শকরা একদমই মজা পাবেন না। দর্শকদের জন্য অন্তত একবার কথা বলা উচিত সকলের।’

পরেশ রাওয়াল প্রসঙ্গে

‘হেরা ফেরি ৩’ ছবি থেকে পরেশ রাওয়ালের আচমকা চলে যাওয়ার বিষয়টি সত্যি মানতে পারেননি কেউ। চুক্তিবদ্ধ হওয়ার পরেও কেন তিনি এমন পদক্ষেপ নিলেন, তা নিয়ে হাজারও প্রশ্ন উঠেছিল। যদিও অভিনেতা নিজেই জানান, কোনও মতপার্থক্যের জন্য তিনি এই সিনেমা থেকে সরে দাঁড়ান নি। চুক্তিবদ্ধ হওয়ার সময় যে পরিমাণ অর্থ তিনি নিয়েছিলেন, ১৫ শতাংশ সুদ সমেত সেই অর্থ ফেরত দিয়ে দিয়েছেন তিনি।

আগামী ৬ জুন বড় পর্দায় মুক্তি পাবে ‘হাউজফুল ৫’। বহুদিন বাদে এই সিনেমায় আবার চেনা ভঙ্গিতে অভিনয় করতে দেখা যাবে জনি লিভারকে। জনি ছাড়া এই সিনেমায় অভিনয় করেছেন অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, নানা পাটেকর, রীতেশ দেশমুখ, জ্যাকলিন ফার্নান্দেজ, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, ফারদিন খান, সোনম বাজওয়া এবং নার্গিস ফাখরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *