‘হেরোইনের চেয়ে ৫০০ গুণ বেশি শক্তিশালী ও বিপজ্জনক’ 

Spread the love

মাদক সম্পর্কিত প্রতিবেদন ওয়ার্ল্ড ড্রাগ রিপোর্ট প্রকাশ করেছে জাতিসংঘ। এই প্রতিবেদনের যেসব তথ্য উঠে এসেছে তা বেশ উদ্বেগজনক। প্রচলিত অন্যতম মাদক ফেন্টানিল-সম্পর্কিত মৃত্যু হ্রাস পেলেও নিটাজেন নামক নতুন এক উদ্বেগের কারণ হয়ে উঠছে।

জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক বিভাগের (ইউএনওডিসি) গবেষণা প্রধান অ্যাঞ্জেলা মি বলেছেন, হেরোইনের চেয়ে ৫০০ গুণ বেশি শক্তিশালী ও বিপজ্জনক হলো নিটাজেন। তিনি জানান, এগুলো যেকোনো জায়গায় খুবই কম খরচে তৈরি এবং ডাকযোগে সরবরাহ করা যায়।

নিটাজেন এক ধরনের অত্যন্ত শক্তিশালী সিনথেটিক ওপিওয়েড, যা প্রাথমিকভাবে বেদনানাশক হিসেবে ১৯৫০ ও ৬০-এর দশকে তৈরি হয়েছিল। কিন্তু অত্যধিক বিষাক্ততার কারণে ওষুধ হিসেবে অনুমোদিত হয়নি। এটি এখন মাদক হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।

মি আরও বলেন, ‘মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা মাদক পাচারকারী সংস্থাগুলোর জন্য আরও বেশি পাচারের সুযোগ এবং সম্ভবত সিনেথেটিক মাদক উৎপাদনের সুযোগ তৈরি করে দিয়েছে। যেমনটি আমরা সম্প্রতি সিরিয়ায় দেখেছি।’

ওয়ার্ল্ড ড্রাগ রিপোর্ট অনুসারে, এশিয়া ও আফ্রিকাজুড়ে কোকেন পাচারকারীরা নতুন নতুন বাজারে প্রবেশ করছে। ২০২৩ সালে কোকেনের উৎপাদন, জব্দ ও ব্যবহার সবগুলোই নতুন উচ্চতায় পৌঁছে। যার ফলে কোকেন বিশ্বের দ্রুততম বর্ধনশীল অবৈধ মাদকে পরিণত হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্বব্যাপী সংঘাত মাদক-সম্পর্কিত অপরাধের ক্ষেত্রে ভূমিকা রাখছে, যা একসময় ল্যাটিন আমেরিকাতেই সীমাবদ্ধ ছিল। 

ইউএনওডিসির নির্বাহী পরিচালক ঘাদা ওয়ালি বলছেন, ‘সংগঠিত মাদক পাচারকারী গোষ্ঠীগুলো বিশ্বব্যাপী সংকটের মধ্যে নিজেদের মানিয়ে নিচ্ছে, কাজে লাগাচ্ছে এবং দুর্বল জনগোষ্ঠীকে টার্গেট করছে।’  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *