১০দিন পর মৃত্যু কনস্টেবলের

Spread the love

নাকা পয়েন্টে ডিউটির সময় পুলিশ আধিকারিকের সার্ভিস রিভলভার ছিনিয়ে নিজের মাথায় গুলি চালিয়েছিলেন রাজ্য সশস্ত্র পুলিশের কনস্টেবল বিভাস ঘোষ। ১০ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর মৃত্যু হল এই কনস্টেবলের। বৃহস্পতিবার রাতে কলকাতার এসএসকেএম হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কনস্টেবলের পরিবারে।

ঘটনাটি ঘটেছিল ২ জুন রাতে। বনগাঁ পুলিশ জেলার গোপালনগর থানার অধীনে ১০ মাইল এলাকায়। দায়িত্বে থাকা এক আধিকারিকের কাছ থেকে রিভলভার ছিনিয়ে নিয়ে নিজের মাথায় গুলি চালান ২৭ বছর বয়সি ওই কনস্টেবল। সহকর্মীরা সঙ্গে-সঙ্গে তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে স্থানান্তর করা হয় এসএসকেএম হাসপাতালে।

কিন্তু, তাঁকে বাঁচানো সম্ভব হল না। নদিয়ার বিষ্ণুপুরের বাসিন্দা বিভাস। পুলিশে পেশাগত জীবন শুরু করেছিলেন কনস্টেবল হিসেবে। পুলিশের দাবি, মানসিক অবসাদের কারণেই এমন পদক্ষেপ করেছেন বিভাস। তবে সেই দাবি মানতে নারাজ তাঁর পরিবার। তাঁদের দাবি, কাজের জায়গায় তৈরি হওয়া চাপ ও অশান্তিই হয়তো তাঁকে এই পথে ঠেলে দিয়েছে।

বিভাসের ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশীদের সূত্রে জানা যাচ্ছে, ছোটবেলায় মায়ের মৃত্যুর পর থেকেই একাকিত্ব গ্রাস করে বসেছিল তাঁকে। বাবা দ্বিতীয়বার বিয়ে করার পর কারও সঙ্গে তেমন মিশতেন না। নবদ্বীপের এক মনোরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসাও চলেছিল বলে জানা গিয়েছে। পড়াশোনায় ভালো ছিলেন বিভাস। উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিভাগ নিয়ে পাশ করে বায়োসায়েন্সে স্নাতক হন। লক্ষ্য ছিল শিক্ষকতা। বিএড-ও সম্পূর্ণ করে প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতেন নিয়মিত। শেষপর্যন্ত কনস্টেবল পদে নিয়োগের সুযোগকেই বেছে নিয়েছিলেন তিন বছর আগে।

মৃত্যুর ঠিক আগের দিন জামাইষষ্ঠীর অনুষ্ঠান সেরে শ্বশুরবাড়ি থেকে কাজে ফিরেছিলেন বিভাস। ফোনে স্ত্রীর সঙ্গে শেষবারের মতো কথা বলেছিলেন। গর্ভবতী স্ত্রীর শরীরের যত্ন নিতে বলেছিলেন। এমনই জানিয়েছেন পরিবারের সদস্যরা। তারপরেই চরম সিদ্ধান্ত। এই ঘটনায় শোকস্তব্ধ তাঁর গ্রাম বিষ্ণুপুর। মৃত্যুসংবাদ পাওয়ার পরই তাঁর স্ত্রীর জ্ঞান হারিয়ে ফেলেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় আরও একবার প্রশ্ন উঠছে মানসিক অবসাদ, চাপ এবং পুলিশ বাহিনীর ভিতরে সেই সঙ্কট মোকাবিলার প্রস্তুতি আদৌ কতটা আছে, তা নিয়ে।

সুইসাইড প্রিভেনশনস ইন্ডিয়া ফাউন্ডেশন: 8047096367

লাইফলাইন ফাউন্ডেশন: 9088030303

আইকল: 9152987821

ওয়ানলাইফ ফাউন্ডেশন: 7893078930

স্যামারিটানস: 8422984528

শুশ্রূষা কাউন্সেলিং: 9422627571

মন টকস: 8686139139

স্নেহ ফাউন্ডেশন: +9144-24640050

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *