১০০ শতাংশ DA আদায় করে ছাড়ব: বিকাশরঞ্জন

Spread the love

রাজ্য কর্মচারীদের বকেয়া DAর ২৫ শতাংশ অবিলম্বে মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালতের এই নির্দেশের পরই রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন আইজীবী তথা রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য। সংবাদমাধ্যমকে তিনি বলেন, এ তো সবে শুরু। ১০০ শতাংশ DA আদায় করে ছাড়ব।

এদিন বিকাশবাবু বলেন, রাজ্য সরকারের যাবতীয় আবেদন আদালত খারিজ করে দিয়েছে। আর রাজ্য সরকারের কাছে আইনি যুক্তিও তেমন নেই। এ তো সবে শুরু। আমরা ১০০ শতাংশ DA আদায় করে ছাড়ব।

বলে রাখি, শুক্রবার এক নির্দেশে রাজ্য সরকারকে অবিলম্বে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া DAর ২৫ শতাংশ মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালতের তরফে এদিন প্রথমে ৫০ শতাংশ বকেয়া DA মিটিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়। কিন্তু রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, এত টাকা দিতে গেলে রাজ্য সরকারের অর্থনৈতিক কোমর ভেঙে যাবে। এর পর অবিলম্বে ২৫ শতাংশ DA মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত।

এদিনের নির্দেশকে বড় জয় হিসাবে দেখছেন রাজ্য সরকারি কর্মচারীরা। এদিনের রায় প্রকাশ্যে আসতেই শহিদ মিনারে সংগ্রামী যৌথ মঞ্চে মিষ্টি বিতরণ শুরু হয়। সংগঠনের এক নেতা বলেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন, DA দয়ার দান। আজ আদালতের রায়ে প্রমাণিত যে DA কর্মচারীদের অধিকার। কর্মচারীরা শ্রম ও মেধার বিনিময়ে DA পান। তাঁরা ওনার নেতা-মন্ত্রীদের মতো চুরি করেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *