১০ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

Spread the love

বারবার বাংলাদেশ থেকে অবৈধ পথে ভারতে অনুপ্রবেশ করছে নাগরিকরা। ওখানে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে তার প্রেক্ষিতেই কাঁটাতার পেরিয়ে এপারে চলে আসছে বাংলাদেশের নাগরিকরা। এমনকী ওপার বাংলা থেকে জঙ্গিরাও এপারে এসেছে এবং গ্রেফতার হয়েছে। কিন্তু তারপরও অনুপ্রবেশ কমেনি। এই আবহে নদিয়া পুলিশ ১০ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে। এরা ভারতের দালালদের সাহায্যে কাঁটাতার পেরিয়ে ভারতে ঢুকে পড়ে বলে অভিযোগ। আজ তারা আবার বাংলাদেশে ফিরে যেতে গেলে গোপন সূত্রে খবর পেয়ে নদিয়া ধানতলা থানার পুলিশ তাদের গ্রেফতার করে। তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিকে আজ গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে ধানতলা থানার কুলগাছি গ্রামে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক লুকিয়ে আছে। তখনই পুলিশ অভিযান চালিয়ে সকলকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, এক বছর আগে দালালকে মোটা টাকা দিয়ে এরা অবৈধ পথে গুজরাটে প্রবেশ করেছিল। সেখান থেকে কদিন আগে তারা নদিয়ায় চলে আসে। আজ তাঁরা আবার লুকিয়ে বাংলাদেশে ফিরে যেতে ব্যবস্থা করছিল। যা ব্যর্থ হয়েছে। কেন ভারতে প্রবেশ করেছিল? কোনও নাশকতার ছক ছিল কি?‌ উত্তর জানতে চলছে দফায় দফায় জেরা।

অন্যদিকে পুলিশ সূত্রে খবর, ধৃত বাংলাদেশের নাগরিকদের নাম—ফারজানা মোল্লা, নাজমিন মোল্লা, আদারি মোল্লা, রিক্তা মোল্লা, সাথী মোল্লা, রাবিয়া মোল্লা, শামিম মোল্লা, মুরাদ মোল্লা, ইকবাল মোল্লা এবং আজম মোল্লা। গোপন সূত্রে খবর পেয়ে নদিয়া জেলা পুলিশ তাদের গ্রেফতার করে। আর ওই দালালের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে নানা ধারায় মামলা দায়ের করে রানাঘাট আদালতে হাজির করা হয়। জেরা করার জন্য তাদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয় পুলিশের পক্ষ থেকে।

তাছাড়া কদিন আগেই অনুপ্রবেশকারীদের বিষয়ে পুলিশকে সক্রিয় থাকতে নির্দেশ দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সীমান্তে নজরদারি বাড়াতেও তিনি বলেছেন। এখনও পর্যন্ত জেলায় পুলিশ গ্রেফতার করেছে প্রায় ৪৯০ জনেরও বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে। ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া থানা এলাকাগুলিতে গা–ঢাকা দিয়ে থাকছে বাংলাদেশি অনুপ্রবেশকারী নাগরিকরা। অনুপ্রবেশকারীদের মদত দিয়ে মোটা টাকা আয় করছে দালালরা। তাদের খোঁজেও এবার তল্লাশি শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *