১১এ আহমেদাবাদ বিমান দুর্ঘটনার এই আসনের টিকিটের চাহিদা তুঙ্গে

Spread the love

আহমেদাবাদের ভয়ংকর বিমান দুর্ঘটনায় অবিশ্বাস্যভাবে বেঁচে গিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বিশ্বাসকুমার রমেশ। ১১এ আসনের যাত্রী ছিলেন তিনি। মর্মান্তিক দুর্ঘটনায় একমাত্র তিনিই বেঁচে গিয়েছেন। আর এই বিষয়টি প্রকাশ্যে আসতেই ওই আসনটির চাহিদা তুঙ্গে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।

ওই প্রতিবেদনে জানানো হয়েছে ১১এ আসনটিই চাইছেন বহু যাত্রী। এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনাগ্রস্ত বিমানটিতে এক্সিট গেটের পাশেই ছিল ওই আসন। কিন্তু যে বিমানে ওই আসন অন্যত্র রয়েছে, সেখানেও আসনটির জন্য চাহিদা রয়েছে! যেন ওই সংখ্যার আসনটিই ‘মৃত্যুঞ্জয়’। আর সেটায় বসলে বিমানটি দুর্ঘটনার কবলে পড়লেও বেঁচে যাবেন ওই যাত্রী।

জানা গিয়েছে, ৪৫ বছর বয়সি বিশ্বাসকুমার ১১এ সিটটিতে বসেছিলেন। যাত্রী এবং ক্রু সদস্য মিলিয়ে মোট ২৪২ জনের মধ্যে তিনিই একমাত্র জীবিত। এই দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর সহযাত্রী তথা ভাই অজয় কুমার রমেশের। তিনি বসেছিলেন অন্য রোয়ে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হেঁটে হেঁটেই ধ্বংসপ্রাপ্ত বিমান থেকে বেরিয়ে আসছেন তিনি। বিমান দুর্ঘটনার পর থেকেই কার্যতই ভাইরাল হয়ে গিয়েছে বিশ্বাসকুমারের টিকিটের ছবি। এর মধ্যেই ফিরে আসছে আরেক ইতিহাস। ২৭ বছর আগে এক থাই অভিনেতা বেঁচে গিয়েছিলেন বিমান দুর্ঘটনায়। তাঁরও টিকিটের নম্বর ছিল ১১এ! আড়াই দশকেরও বেশি সময়ের ব্যবধানের দুই সময়বিন্দু এভাবেই মিলিয়ে দিয়েছে দুই বিমান দুর্ঘটনা, দু’জন ভাগ্যবান মানুষ ও একটি একই নম্বরের আসনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *