১৩ বছরের ছোট অভিনেত্রীর ‘হট’ ছবিতে ‘লাইক’

Spread the love

অভিনেত্রী অভনীত কৌরের ছবিতে ‘লাইক’ দেওয়া নিয়ে মুখ খুললেন বিরাট কোহলি। সরাসরি অভনীতের নাম করেননি বা অভিনেত্রীর ফ্যানপেজের পোস্ট করা ছবিতে ‘লাইক’ পড়ে গিয়েছে, সেটা বলেননি। শুক্রবার সন্ধ্যায় ইনস্টাগ্রাম স্টোরিতে একটি সংক্ষিপ্ত বিবৃতিতে ভারতীয় দলের তারকা ক্রিকেটার স্রেফ বলেন, ‘আমি একটা জিনিস স্পষ্ট করে দিতে চাই যে আমার (ইনস্টাগ্রামের) ফিড পরিষ্কার করার সময় অ্যালগোরিদমের কারণে ভুলবশত কোনও প্রতিক্রিয়া পড়ে গিয়েছে বলে মনে হচ্ছে। ওরকম কাজের পিছনে কোনও উদ্দেশ্য ছিল না। আমি অনুরোধ করছি যে অহেতুক কোনও অনুমান করতে শুরু করে দেবেন না। বিষয়টা বোঝার জন্য ধন্যবাদ।’

অভিনেত্রীর ছবিতে ‘লাইক’ দেওয়ার স্ক্রিনশট ভাইরাল

আর বিরাটের সেই ইনস্টাগ্রাম স্টোরির নেপথ্যে আছে একটি স্ক্রিনশট। বৃহস্পতিবার সন্ধ্যা-রাতের দিক থেকে সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ওই স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায় যে অভনীতের একটি ফ্যানপেজ থেকে অভিনেত্রীর একাধিক ছবি পোস্ট করা হয়েছে। আর তাতে ‘লাইক’-র তালিকায় আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) তারকার নাম। যা দেখে অনেকেই হতবাক হয়ে যান। কেউ-কেউ বিশ্বাসই করতে চাইছিলেন না যে অভিনেত্রীর ছবিতে লাইক মেরেছেন বিরাট।

শুক্রবার সন্ধ্যায় বিরাট নিজেই স্বীকার করে নিলেন যে তাঁর অ্যাকাউন্ট থেকেই ২৩ বছরের অভনীতের ফ্যানপেজের পোস্টে ‘লাইক’ দেওয়া হয়েছে। আর এটাও স্পষ্ট করে দিয়েছেন যে ইচ্ছাকৃতভাবে তিনি সেই কাজটা করেননি। তাঁর সেরকম কোনও বাসনা ছিল না বলে স্পষ্ট করে দিয়েছেন ৩৬ বছরের ভারতের তারকা ক্রিকেটার।

সোশ্যাল মিডিয়া থেকে নিজে দূরেই রেখেছেন বিরাট

এমনিতেই গত কয়েক মাস ধরে সোশ্যাল মিডিয়ার জগত থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন বিরাট। স্ত্রী অনুষ্কা শর্মার জন্মদিন পরে দীর্ঘদিন পরে বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়ায় ভালোবাসায় মাখা পোস্ট করেন। যে পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অনুষ্কার প্রতি বিরাটের ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে যান সকলে। আর তারপরই অভিনেত্রীর ছবিতে ‘লাইক’ পড়া নিয়ে বিরাটকে যে পোস্ট করতে হল, তার প্রতিটি শব্দ থেকেই বোঝা গিয়েছে যে ভারতীয় তারকা কতটা বিরক্ত হয়ে আছেন।

বিরাটকে সাফাই দিতে হওয়ায় ক্ষুব্ধ অনেকেই

আর বিরক্ত হয়েছেন নেটিজেনদের একাংশও। তেমনই একজন বলেন, ‘বিরাট কোহলির ইনস্টাগ্রাম স্টোরিটা দেখে আমার রক্ত ফুটছে। একটা ভুল করে হয়ে যাওয়া ক্লিকের জন্য বিরাটকে সাফাই দিতে হচ্ছে। কারণ তাঁরই তথাকথিত কিছু ফ্যান বিষয়টি নিয়ে হাসাহাসি করছেন। পোস্ট করছেন উলটো-পালটা মিম।’ একইসুরে অপর এক নেটিজেন বলেন, ‘এখন সবেতেই ট্রোল করার ন্যাকামি শুরু হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *