‘১৩ বছর একসঙ্গে বাঁচা, আবার দেখা হবে…’

Spread the love

পোষ্যকে হারানোর যন্ত্রণা যে কতটা বেদনাদায়ক তা ভালোই জানেন পোষ্যপ্রেমীরা। নিজের সন্তানের মতো লালনপালন করার পর সে যখন সব মায়া ত্যাগ করে বিদায় জানায়, তখন চোখের জল বাধ মানে না। আর এখন এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়।

শুক্রবার ইনস্ট্রাগ্রামে পোস্ট করে রূপসা তাঁর পোষ্যর মৃত্যু সংবাদ অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন। ১৩ বছর বয়সে চলে গেল সে, তাই শোকের আবহ নায়িকার পরিবার জুড়ে।

তাঁর পোষ্যর সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করে নায়িকা ক্যাপশনে লেখেন, ‘আমার জীবনে কাটানো সেরা ১৩ বছর তোর সঙ্গে বাঁচা। তুই আমাদের জীবনে এসেছিলি, তাই আমরা তোর কাছে কৃতজ্ঞ থাকব। আজ তুই চলে গেলি আমাদের অনেক অনেক স্মৃতির পাহাড়ে ফেলে রেখে। সারা জীবন আমার বুকের মাঝে ছিলি আর থাকবিও। তোর জায়গা কারুর হবে না কোনও দিনও। আবার দেখা হবে।’

তাঁর এই পোস্ট প্রকাশ্যে আসতেই অনুরাগীরাও সমবেদনা জানিয়েছেন। একজন অনুরাগী লিখেছেন, ‘বাই বেবি। আবার আমাদের দেখা হবে রামধনুর সেতুর উপর।’ আর একজন লেখেন, ‘আমাদের জীবনের সব থেকে কঠিন মুহূর্ত।’ আর এক অনুরাগী লেখেন, ‘খুব খারাপ লাগল, মনটা সত্যি খারাপ হয়ে গেল। ভালো থাকিস সোনা গোল্ডি।’ আর একজন লেখেন, ‘এটা সহ্য করা খুব কঠিন, সত্যি কিছু বলার ভাষা নেই।’ আর একজন লেখেন, ‘রেস্ট ইন পিস, সত্যি খুব কঠিন অধ্যায়।’

প্রসঙ্গত, রূপসার বাড়ি জুড়ে ছিল উৎসবের মেজাজ। সামাজিক বিয়ের পর শিশুদিবসের দিন সন্তান আসার খবর দিয়েছিলেন নায়িকা। তার পর কোল আলো করে ছেলেও আসে। তাঁকে নিয়ে বাড়িতে নানা হইচই লেগেই থাকত। সম্প্রতি একরত্তিকে নিয়ে পরিবারের সঙ্গে সমুদ্র সৈকতে ঘুরতেও গিয়েছিলেন নায়িকা। সব মিলিয়ে বেশ খুশির আমেজ ছিল তাঁর পরিবারে। কিন্তু তার মাঝেই নেমে এল পোষ্য হারানোর যন্ত্রণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *