২বার ডিভোর্স! ২৪ বছরের বড় কাঞ্চনকে জামাই হিসেবে পছন্দ ছিল শ্রীময়ীর মায়ের?

Spread the love

২০২৪ সালে বারংবার সংবাদের শিরোনামে এসেছেন অভিনেতা-তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। জানুয়ারি মাসে খবর আসে, দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দোপাধ্য়ায়ের সঙ্গে ডিভোর্স হয়েছে কাঞ্চনের। এরপর ১ মাস যেতে না যেতেই, ১৪ ফেব্রুয়ারি হয় আইনি বিয়ে। তারপর মার্চে একেবারে সব রীতিনীতি মেনেই কাঞ্চন ও শ্রীময়ী ঘোরেন সাতপাকে।

এক তো ডিভোর্সি, তারওপর বয়সে ২৪ বছরের বড়, কাঞ্চনকে বিয়ে করায় ক্রমাগত ট্রোলের মুখে পড়েন শ্রীময়ী। এমনকী, বাদ যায় না অভিনেত্রীর পরিবারও। কেউ কেউ তো মন্তব্য করতে থাকেন, শ্রীময়ীর ‘মায়ের চেয়েও বড়’ কাঞ্চন। এখানেই শেষ নয়, পরিবার কীভাবে এমন একজন মানুষের হাতে মেয়েকে তুলে দিল, তা নিয়েও প্রশ্ন করতে থাকে সোশ্যাল মিডিয়ায় থাকা কিছু নীতি পুলিশ।

২০২৪ সালে শুধু বিয়েই হয়নি কাঞ্চন আর শ্রীময়ীর, সঙ্গে তাঁদের কোলে এসেছে ফুটফুটে এক শিশুকন্যা। আইনি বিয়ের সাড়ে ৮ মাসের মাথায়, সন্তান প্রসব করেছেন শ্রীময়ী। মেয়ের নাম রেখেছেন তাঁরা কৃষভি। আপাতত ৩জনের সংসারে ভালোবাসার কোনো কমতি নেই। সব ট্রোলের থেকে দূরে, ছোট্ট এক সুখী পরিবার।

সন্তানের জন্মের কয়েকমাসের মধ্যেই কাজে ফেরেন শ্রীময়ী। ছোট্ট কৃষভির দেখভাল মূলত করে তাঁর দাদু আর দিদুনই। শ্রীময়ী তাঁর ধারাবাহিক বুলেট সরোজিনীর প্রচারে অকপটে বলেছিলেন, ‘আমি আমি কাঞ্চন কৃষভির জন্ম দিলেও, ওর আসল মা-বাবা ওর দাদু-দিদাই। আজকালকার যুগে তো আয়ার কাছে বাচ্চা রেখে দুজনেই বেরিয়ে আসা সম্ভব হয় না। মা-বাবা না থাকলে, আমি এত নিশ্চিন্তে কাজই করতে পারতাম না।’

এবার একই প্রশ্নের সম্মুখীন হলেন শ্রীময়ীর মা।জামাইষষ্ঠী স্পেশাল এপিসোডে এসেছিলেন তিনি কাঞ্চনের সঙ্গে। সেখানে শ্রীময়ীর মা বন্দনা চট্টোরাজ। শোয়ের সঞ্চালক রচনা বন্দনার কাছে জানতে চান, ‘শ্রীময়ী আর কঞ্চনের সম্পর্কে আপনার কী মনে হয়েছিল?’ তাতে অভিনেত্রীর মা জানান, ‘প্রথমটায় আমি মেনে নিতে পারিনি। কিন্তু আমি এখন দেখি মেয়ে আর জামাই খুবই সুখে আছে…’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *