কান চলচ্চিত্র উৎসব হলিউড ইন্ডাস্ট্রির একটি বড় অনুষ্ঠান। এই বছর অর্থাৎ ২০২৫ সালে অনেক ভারতীয় সেলিব্রিটি কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে যাচ্ছেন। জেনে নিন কোন কোন তারকাকে এবার কানের লাল গালিচায় হাঁটতে দেখা যাবে।
ঐশ্বর্য রাই বচ্চন প্রতি বছর কান চলচ্চিত্র উৎসবে তাঁর সৌন্দর্য দিয়ে সকলকে মুগ্ধ করে এসেছেন। ঐশ্বর্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং তিনি এই বছরও কানে যোগ দেবেন।
শোনা যাচ্ছিল আলিয়া ভাট এই বছর কানে ডেবিউ করবেন। কিন্তু বর্তমানে শোনা যাচ্ছে যে, ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে তিনি এ বছরের জন্য কান সফর স্থগিত রাখছেন।অন্যদিকে, জাহ্নবী কাপুর এবং ঈশান খট্টর অভিনীত ছবি ‘হোমবাউন্ড’-এর কানে প্রিমিয়ার হতে চলেছে। তাই খুব স্বাভাবিক ভাবেই এই দুই তারকাকেও কানে দেখা যাবে।

লাপাতা লেডিস’ খ্যাত নিতাংশী গোয়েল এই বছর কানে অভিষেক করতে চলেছেন। নিতাংশী হলেন ভারতের সবচেয়ে কম বয়সী অভিনেত্রী যিনি কানের রেড কার্পেটে হাঁটতে চলেছেন।
করণ জোহর সম্পর্কেও শোনা গিয়েছে যে, তিনি ২০২৫ সালে কানের লাল গালিচায় হাঁটবেন।’দ্য ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভস’ খ্যাত শালিনী পাসিও রেড কার্পেটে হাঁটবেন।