২৪ বছরের বড় তাব্বুর সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে নিয়ে ঠিক কী বললেন ঈশান?

Spread the love

অভিনেত্রী হিসাবে তাব্বু যে কতটা দক্ষ তা নতুন করে না বললেও চলে। আবার বলিউড অভিনেতা শাহিদ কাপুরের ছোট ভাই ঈশান খট্টর তাঁর শক্তিশালী অভিনয়ের জন্য পরিচিত। ‘ধড়ক’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় ঈশানের। ঈশান অল্প বয়সেই বাণিজ্যিক ছবিতে তাঁর আলাদা দক্ষতার ছাপ রেখেছেন। ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ‘আ সুটেবল বয়’-এর জন্যও বেশ প্রশংসা কুড়িয়েছেন ঈশান। এই সিরিজে ২৪ বছরের বড় অভিনেত্রী তাব্বু সঙ্গে জুটি বেঁধেছিলেন ঈশান। দুজনের অনস্ক্রিন রোমান্স দেখে অনেকেই অবাক হয়েছেন। সম্প্রতি নিজের ওয়েব সিরিজ ‘আ সুটেবল বয়’-এ অভিনেত্রী তাব্বুর সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য নিয়ে মুখ খুলেছেন ঈশান খট্টর।


২৪ বছরের বড় তাব্বুর সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যের বিষয়ে ঈশান খট্টর জুমকে বলেন, ‘আমি মনে করি কৃতিত্ব গল্প লেখার। আপনি যদি তাব্বু আর আমাকে অন্য কোনো গল্পে, অন্য কোনো ছবিতে রাখতেন, যেখানেও আমরা বয়সের পার্থক্য উপেক্ষা করতাম। আমরা বয়সের দিকে মনোযোগ দিইনি, তাহলে হয়তো ব্যাপারটা বেমানান মনে হতো, কিন্তু চিত্রনাট্যের প্রয়োজনেই এটা আমাদের করতে হয়েছে। ’


সাক্ষাৎকারে তাব্বুর সঙ্গে কাজের অভিজ্ঞতার কথাও জানান ঈশান। ঈশান বলেন, ‘তাব্বুর মতো একজন অভিনেত্রীর প্রসঙ্গে সত্যি কথা বলতে কি নতুন করে কিছু বলার আছে বলে মনে হয় না। শুনতে হয়ত অদ্ভুত লাগতে পারে তবে এটা সত্যি যে আমি ওঁর সঙ্গে এই অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের সময় এক্কেবারেই ঘাবড়ে যাইনি। আমি নিরাপদে স্বচ্ছন্দেই অভিনয় করছি। আমি জানতাম যে আমি কী করছি তা উনি সহজেই বুঝতে পারবেন। বরং এই দৃশ্যগুলিকে উনি একটা অন্য মাত্রা দেবেন। এটাই তো তাব্বুর সৌন্দর্য, ওঁর মতো অভিনেত্রীর সঙ্গে কাজের মজা এটাই। আমাদের কখনই কোনও দৃশ্যে নিয়ে কথা বলতে হয়নি।’

ঈশান জানান, শ্যুটিংয়ের সময় তাব্বু পরিবেশ করে সহজ করে দিতে নানান এলোমেলো বিষয়ে কথা বলতেন। যেমন, তুমি মধ্যাহ্নভোজনে কী খাও, এইসব নানান অপ্রাসঙ্গিক বিষয়। ঈশানের কথায়, আমি দেখেছি উনি কীভাবে চোখ দিয়ে অভিনয় করে ফেলেন …তাব্বু খুব দুষ্টু, সেটে কিন্তু আবার এক্কাবারে শিশুর মতো। উনি রসিকতা করতে পারতেন, তারপরে হঠাৎ করেই দিব্যি চরিত্রের মধ্যে ঢুকে পড়েন। আমার মনে হয় এই অভিজ্ঞতা ভীষণ মজাদার ছিল।’

প্রসঙ্গত, মীরা নায়ার পরিচালিত ওয়েব সিরিজ ‘আ সুটেবল বয়’-এ অভিনয় করেছেন তানিয়া মানিকতলা, ঈশান খট্টর, শাহানা গোস্বামী, রাজভি, মাহিরা কক্কর ও তাব্বু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *