২ এজেন্ট গ্রেফতার

Spread the love

ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের দুই এজেন্টকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ইরান। রোববার (১৫ জুন) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে।তেহরানের নিকটবর্তী পার্বত্য এলাকা আলবোরজ থেকে মোসাদের দুই এজেন্টকে গ্রেফতার করা হয়। তারা বিস্ফোরক এবং ইলেকট্রনিক ডিভাইস প্রস্তুত করছিলেন।

আলজাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, কয়েক দশক ধরে ইসরাইলের সঙ্গে চলা ছায়াযুদ্ধে জড়িত ইরান মোসাদের সঙ্গে কথিত সংযোগের অভিযোগে অসংখ্য ব্যক্তিকে গ্রেফতার ও মৃত্যুদণ্ড দিয়েছে। বিশেষ করে পারমাণবিক কর্মসূচিকে দুর্বল করার লক্ষ্যে নাশকতা ও গুপ্তহত্যার প্রচেষ্টার অভিযোগে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দিয়েছে দেশটি।

এদিকে, পাল্টাপাল্টি হামলায় ইরান-ইসরাইল সংঘাত তুঙ্গে। গত কয়েকদিনের ইসরাইলি হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, বিজ্ঞানীসহ বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। নেতানিয়াহু প্রশাসন এবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকেও হত্যার হুমকি দিয়েছে। গণমাধ্যমে দেয়া সাক্ষাতকারে ইসরাইলি এক কর্মকর্তা বলেন, ইরানের পরমাণু কেন্দ্র ধ্বংসের পাশাপাশি খামেনিও তাদের টার্গেটে আছেন।

ইরানের প্রতি সংহতি জানিয়ে ইসরাইলের মধ্যাঞ্চলে রকেট হামলা চালিয়েছে ইয়েমেনের হাউথিরাও। রোববার এক বিবৃতিতে তাদের মুখপাত্র জানান, অধিকৃত জাফা এলাকায় ইসরাইলি সেনা ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়। এর মধ্যেই হাউথির সামরিক প্রধানকে হত্যার চেষ্টা চালায় ইসরাইল। সেই হামলায় ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

তেল আবিবে দ্বিতীয় রাতের মতো ইরানের ভয়াবহ হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এনিয়ে মৃত্যু বেড়ে দাঁড়ালো ১৪ জনে। আহত হয়েছেন দুই শতাধিক। তেল আবিবের বাত ইয়ামে ক্ষেপণাস্ত্রের আঘাতে ধসে পড়েছে একটি বহুতল ভবন। এ ঘটনায় ৩৫ জন নিখোঁজ আছেন বলে জানিয়েছে ইসরাইলি গণমাধ্যম। রাতভর তেহরানসহ বিভিন্ন শহরে হামলা চালিয়েছে ইসরাইলও। এতে প্রাণহানি বেড়ে একশ’ ছুঁই ছুঁই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *